ভোট গণনার পর থেকে বাসন্তীতে শাসক দলের লোকজন লাগাতার সন্ত্রাস চালাচ্ছে বলে আগেই অভিযোগ করেছিলেন প্রাক্তন সেচমন্ত্রী তথা বাসন্তীর প্রাক্তন বিধায়ক সুভাষ নস্কর৷ সন্ত্রাস বন্ধের আর্জি জানিয়ে স্থানীয় সাংসদ-বিধায়কের দ্বারস্থ হয়েছিলেন তিনি। শুক্রবার তৃণমূলের জেলা সভাপতি তথা পরিবেশ মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়কেও এক ফ্যাক্স-বার্তায় সুভাষবাবু সে কথাই জানান। তথ্য-পরিসংখ্যান দিয়ে সুভাষবাবুর দাবি, ভোট গণনার পর থেকে তৃণমৃলের সন্ত্রাসে বাসন্তী এলাকার প্রায় ৫০০ পরিবার ঘরছাড়া, বামফ্রন্টের ১৪টি দলীয় কার্যালয় দখল করে নেওয়া হয়েছে৷ এ ছাড়া, নিত্যদিনই দলীয় কর্মীদের ঘরবাড়ি ভাঙচুর, লুঠপাঠ চালানো হচ্ছে। আর্থিক জরিমানা-সহ চলছে নানা অত্যাচার৷ সুভাষবাবু এ দিন ফ্যাক্স করে এ সব বন্ধেরই আর্জি জানিয়েছেন তৃণমূলের জেলা সভাপতির কাছে৷
সুভাষবাবু বলেন, ‘‘আমি শোভনবাবুকে তার মন্ত্রী হওয়া নিয়ে অভিনন্দন জানিয়েছি৷ পাশাপাশি জানিয়েছি, বাসন্তীতে তাঁর দলের হাতে আমাদের দলীয় কর্মীরা নানা ভাবে আক্রান্ত হচ্ছেন। বিষয়টি যেন সহানুভূতির সঙ্গে দেখে তিনি বন্ধ করার ব্যবস্থা নেন।’’ যে সব বাম কর্মী-সমর্থক ঘরছাড়া, তাঁদের ফেরানোর ব্যবস্থা করার কথাও বলেছেন তিনি। সেই সঙ্গে বন্ধ দলীয় কার্যালয় খোলার ব্যাপারে শোভনবাবুর কাছে অনুরোধ জানিয়েছেন।
শোভনবাবু বলেন, ‘‘তৃণমূল কখনও হিংসার রাজনীতি করে না৷ তবে সুভাষবাবু আমাকে ফ্যাক্স করে বিষয়গুলি জানিয়েছেন৷ আমি যথাসাধ্য চেষ্টা করব তা দেখার৷’’ তাঁর দাবি, ভোট গণনার আগে থেকে সূর্যবাবুরা (সিপিএম নেতা সূর্যকান্ত মিশ্র) যে ভাবে তৃণমূলের কর্মী-সমর্থকদের ‘দেখে নেওয়ার’ হুমকি দিয়েছেন, তা মেটাতে কিছুটা সময় লাগছে৷ শোভনবাবুর আশা, পরিস্থিতি দ্রুত ঠিক হয়ে যাবে৷