ভর্তির দাবিতে অবরোধ ছাত্রীদের

ওরা সকলেই বনগাঁ শহরের নামকরা স্কুল কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী। সকলেই এ বার ওই স্কুল থেকেই মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছে। কিন্তু নম্বর কম থাকায় স্কুল কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে, তাদের আর ওই স্কুলে একাদশ শ্রেণিতে ভর্তি করা সম্ভব নয়। এ দিকে, পড়ুয়ারাও গোঁ ধরেছে, পঞ্চম শ্রেণি থেকে যে স্কুলে পড়ে আসছে, সেই স্কুলেই বাকিটা পড়তে চায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বনগাঁ শেষ আপডেট: ২১ মে ২০১৬ ০৩:১৫
Share:

তখনও দাবিতে অনড় পড়ুয়ারা। ছবি: নির্মাল্য প্রামাণিক।

ওরা সকলেই বনগাঁ শহরের নামকরা স্কুল কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী। সকলেই এ বার ওই স্কুল থেকেই মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছে। কিন্তু নম্বর কম থাকায় স্কুল কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে, তাদের আর ওই স্কুলে একাদশ শ্রেণিতে ভর্তি করা সম্ভব নয়। এ দিকে, পড়ুয়ারাও গোঁ ধরেছে, পঞ্চম শ্রেণি থেকে যে স্কুলে পড়ে আসছে, সেই স্কুলেই বাকিটা পড়তে চায়। সেই দাবি পূরণের লক্ষ্য শুক্রবার ৩৫ নম্বর জাতীয় সড়ক অবরোধ করল ছাত্রীরা। সমর্থন দিলেন অভিভাবকেরাও।

Advertisement

এ দিন বেলা ১২টা থেকে প্রায় এক ঘণ্টা অবরুদ্ধ হয়ে পড়ে জাতীয় সড়ক যশোর রোড। বনগাঁ শহরের বাটার মোড়ের কাছে স্কুলের সামনেই চলে অবরোধ। খবর পেয়ে পুলিশ আসে। প্রাথমিক আলোচনার পরেও অবরোধ তুলতে রাজি হয়নি কেউ। স্কুলে ভর্তির প্রতিশ্রুতি চায় সকলে। স্কুল কর্তৃপক্ষের তরফে কাউকে কথা বলারও দাবি ছিল ছাত্রীদের।

স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শম্পা বক্সি বলেন, ‘‘আমাদের স্কুলে একাদশ শ্রেণিতে আসন সংখ্যা ২৭৫। যা শিক্ষা কাউন্সির থেকে ঠিক করে দেওয়া হয়েছে। আমরা যদি তার থেকে বেশি ছাত্রী ভর্তিও করি, তা হলে তারা রেজিস্ট্রেশন পাবে না। ফলে আমরা ওদের বলেছি, কাউন্সিল থেকে যদি অনুমতি পাওয়া যায়, তা হলেই তাদের ভর্তি নেওয়া হবে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement