মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। নিজস্ব চিত্র
কর্নাটকে কাজ করতে গিয়ে মৃত দেগঙ্গার পাঁচ শ্রমিকের পরিবারের সদস্যদের হাতে দু’লক্ষ টাকার আর্থিক সাহায্য তুলে দিল রাজ্য সরকার। মঙ্গলবার রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, জেলাশাসক সুমিত গুপ্তার উপস্থিতিতে তাঁদের হাতে এই অর্থ তুলে দেওয়া হয়।
মৃত শ্রমিকদের পরিবারের অভিযোগ, রাজ্যে কাজের সুযোগ থাকলে তাঁদের ভিন্ রাজ্য কাজ করতে যেতে হত না। নানা জায়গায় কাজের জন্য আবেদন করেও কোনও ফল মেলেনি। তাই বাধ্য হয়ে ওই পাঁচ শ্রমিককে ভিন্ রাজ্যে কাজ যেতে হয়েছিল। যদিও এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি বনমন্ত্রী। তিনি বলেন,‘‘বাম আমলে ক্ষতিপূরণ পেতে এক বছরেরও বেশি সময় লেগে যেত।
সেখানে ২৪ ঘণ্টার মধ্যে মৃতদের পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দিল রাজ্য সরকার।’’ মন্ত্রী শ্রমিকদের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।