Child Sexual Abuse

Sexual Abuse: নাবালকদের যৌন নির্যাতনের অভিযোগ, সোনারপুরে গ্রেফতার হস্টেলের দুই কর্মী

সম্প্রতি হস্টেলের এক নাবালক আবাসিক পরিবারের কাছে চিঠিতে যৌন নির্যাতনের অভিযোগ করে। এর পর ওই নাবালকের পরিবার সোনারপুর পুলিশের দ্বারস্থ হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ অগস্ট ২০২১ ১১:৫৫
Share:

প্রতীকী ছবি।

নাবালকদের উপরে যৌন নির্যাতনের অভিযোগে সোনারপুরের একটি বেসরকারি হস্টেল থেকে গ্রেফতার করা হল দুই কর্মীকে। অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওই হস্টেলের একাধিক নাবালকের যৌন নির্যাতন করেছেন অভিযুক্তরা। সম্প্রতি এক নাবালকের পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে ওই হস্টেলে যায় সোনারপুর থানার পুলিশ। শনিবার অভিযুক্তদের গ্রেফতারির পাশাপাশি ওই হস্টেলটিকে আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, সোনারপুরের ধামাইতলা এলাকায় ওই হস্টেল থেকে তারক মণ্ডল এবং সুশোভন চক্রবর্তী নামে দুই কর্মীকে গ্রেফতার করা হয়েছে। ২০০৮ সাল থেকে শুরু হওয়া ওই হস্টেলে প্রায় ২৫ জন নাবালক-নাবালিকা থাকত। সম্প্রতি হস্টেলের এক নাবালক আবাসিক তার পরিবারের কাছে চিঠিতে যৌন নির্যাতনের অভিযোগ করে। এর পর ওই নাবালকের পরিবার সোনারপুর পুলিশের দ্বারস্থ হয়।

সোনারপুরের বেসরকারি হস্টেলটিকে আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে। —নিজস্ব চিত্র।

পুলিশ জানিয়েছে, শনিবার ওই হস্টেলে যান তদন্তকারীরা। হস্টেলের ১০ জন নাবালককে জিজ্ঞাসাবাদও করা হয়। এর পরই তারক এবং সুশোভনকে গ্রেফতার করেন তদন্তকারীরা। সেই সঙ্গে হস্টেলে তালা ঝুলিয়ে দেওয়া হয়। ওই হস্টেলটি বেআইনি ভাবে চলত বলে অভিযোগ পুলিশের। এই ঘটনায় হস্টেলের অন্যরাও জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement

সূত্রের খবর, স্থানীয় একটি হাসপাতালে ওই নাবালকদের শারীরিক পরীক্ষা করানো হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement