‘সুপারি’ দিয়ে ছেলেকে খুন করাল বাবা

জমিজমা নিয়ে গণ্ডগোলের জেরে ছেলেকে ‘সুপারি’ দিয়ে খুন করাল বাবা। উত্তর ২৪ পরগনার বসিরহাটের এই ঘটনায় অভিযুক্ত বাবা-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতেরা তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ স্বীকার করে নিয়েছে বলে পুলিশ সূত্রের খবর। পুলিশ জানিয়েছেন, বসিরহাটের মেরুদণ্ডী গ্রামের উত্তরপাড়ার বাসিন্দা বাবলু সর্দার (৩২) গত ৩০ মে রাতে খুন হন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বসিরহাট শেষ আপডেট: ১৭ জুন ২০১৫ ১৭:০১
Share:

জমিজমা নিয়ে গণ্ডগোলের জেরে ছেলেকে ‘সুপারি’ দিয়ে খুন করাল বাবা। উত্তর ২৪ পরগনার বসিরহাটের এই ঘটনায় অভিযুক্ত বাবা-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতেরা তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ স্বীকার করে নিয়েছে বলে পুলিশ সূত্রের খবর।

Advertisement

পুলিশ জানিয়েছেন, বসিরহাটের মেরুদণ্ডী গ্রামের উত্তরপাড়ার বাসিন্দা বাবলু সর্দার (৩২) গত ৩০ মে রাতে খুন হন। কর্মসূত্রে তিনি মুম্বই থাকতেন। সেই খুনের তদন্তে নেমে পুলিশ জানতে পারে বাবলুর বাবা সহরফ সর্দার এই ঘটনার পেছনে রয়েছে। এর পর বুধবার সহরফ-সহ বাবলুর এক ভগ্নিপতি মনিরুল সর্দার এবং যাকে সুপারি দেওয়া হয়েছিল, সেই মফিজুল সর্দারকে গ্রেফতার করে পুলিশ। জেরার মুখে তিন জনই বাবলু-খুনে জড়িত থাকার কথা স্বীকার করে নিয়েছে বলে পুলিশ জানিয়েছে। ধৃতদের এ দিন আদালতে তোলা হয়।

বছর পঞ্চান্নর সহরফ পুলিশকে জানিয়েছে, তার দুই ছেলে। বড় ছেলে বাবলু কর্মসূত্রে মুম্বই থাকত। গত মাসেই সে বাড়ি ফিরেছিল। ছোট ছেলে বাবার সঙ্গে গ্রামের বাড়িতেই থাকে। সহরফের অভিযোগ, মুম্বই থেকে ফিরে বাবলু তাকে হুমকি দেওয়া শুরু করে। সমস্ত জমিজায়গা তার নামে লিখে না দিলে তাকে গুলি করে মারার হুমকি দেয়। ছেলেকে খুন করার জন্য এর পর মফিজুল সর্দার নামে তার এক দূর সম্পর্কের এক আত্মীয়কে বেশ কিছু টাকা দিয়ে রাজি করে সহরফ। যদিও পুলিশের কাছে মফিজুল খুনের কথা স্বীকার করলেও অভিযোগ জানিয়েছে, ছেলেকে খুন করানোর জন্য টাকার কথা বললেও সেই টাকা আজ পর্যন্ত দেয়নি সহরফ।

Advertisement

কেন নিজের ছেলেকে খুন?

পুলিশের কাছে সহরফের বয়ান, ‘‘বুড়ো বয়সে খাব কী? জমিজায়গা না দিলে গুলি করে মারবে বলত ছেলে। আর হুমকি সহ্য হচ্ছিল না। তাই আমি ওকেই মেরে ফেললাম। আর হুমকি শুনতে হবে না!’’ এই খুনের পেছনে বাবলুর ওই ভগ্নিপতিরও হাত ছিল বলে পুলিশ জানতে পারে। তাকেও গ্রেফতার করা হয় এ দিন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement