Murder

TMC: পানিহাটিতে নিহত তৃণমূল কাউন্সিলরের স্ত্রী মীনাক্ষী আসতে চান রাজনীতিতে, দেখা করতে চান মমতার সঙ্গে

হত্যায় জড়িতদের শাস্তির দাবি তুলেছেন মীনাক্ষী। সোমবার তিনি সিবিআই তদন্ত চেয়েছিলেন। মঙ্গলবার বলেছেন সিআইডি তদন্তের কথা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

খড়দহ শেষ আপডেট: ১৫ মার্চ ২০২২ ১৩:০০
Share:

মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে চান মীনাক্ষী দত্ত। —নিজস্ব চিত্র।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘মা’। তাঁর সঙ্গে দেখা করতে চান উত্তর ২৪ পরগনার পানিহাটি পুরসভার নিহত তৃণমূল কাউন্সিলর অনুপম দত্তের স্ত্রী মীনাক্ষী দত্ত। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে রাজনীতিতে যোগ দেওয়ার আবেদনও করতে চান তিনি। সোমবার অনুপম হত্যায় সিবিআই তদন্তের দাবি করেছিলেন মীনাক্ষী। তবে মঙ্গলবার বলেছেন সিআইডি তদন্তের কথা বলেছেন। প্রসঙ্গত, রবিবার রাতে ওই ঘটনা ঘটার পর সোমবারেই তার তদন্তের ভার দেওয়া হয়েছে সিআইডি-কে। সোমবার দুপুরে সিআইডি-র পাঁচ সদস্যের একটি দল ঘটনাস্থল ঘুরে দেখে।
অনুপম-হত্যায় জড়িতদের কড়া শাস্তির দাবি তুলেছেন তাঁর স্ত্রী মীনাক্ষী। পাশাপাশিই তিনি মুখ্যমন্ত্রী মমতার সঙ্গে দেখা করতে চেয়েছেন মীনাক্ষী। তাঁর কথায়, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় মা। ওঁর কাছে আমার বিশেষ অনুরোধ, তাঁর সঙ্গে এক বার যেন আমি দেখা করতে পারি। আমার যা বলার ওঁকে বলব। আমার দু’টি সন্তান আছে। তাদের নিয়ে আগামিদিনে আমি কী ভাবে চলব, তা আমি মায়ের কাছ থেকে জানতে চাই।’’

Advertisement

মীনাক্ষী আরও বলেন, ‘‘আমি চাকরি চাই না। যে যুদ্ধে নেমে ধলু (অনুপম) জীবন হারিয়েছে, সেই যুদ্ধে আমি যাতে পায়ে পা মিলিয়ে চলতে পারি, উনি (মমতা বন্দ্যোপাধ্যায়) যেন আমাকে সেই আশীর্বাদ যেন করেন। আমি সক্রিয় রাজনীতিতে আসতে চাই।’’

অনুপমকে কারা হত্যা করেছে, সে বিষয়ে মীনাক্ষীর মন্তব্য, ‘‘এর পিছনে কারা, তা জানতে সিআইডি তদন্ত চাইছি। এত বড় শত্রুতা কে করতে পারে জানতে চাইছি। রাজনীতি করতে গেলে পায়ে পায়ে বিপদ। পায়ে পায়ে শত্রু থাকে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement