Death

আরব সাগরে জাহাজের ধাক্কায় নৌকাডুবি, মৃত কাকদ্বীপের ১ মৎস্যজীবী, নিখোঁজ ৫

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘ লকডাউনের পর কাকদ্বীপ থেকে কেরলে উপার্জনের উদ্দেশ্যে গিয়েছিলেন ওই মৎস্যজীবীরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কাকদ্বীপ শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২১ ০০:০০
Share:

মৃত মৎস্যজীবী পবন দাস।

আরবসাগরে মাছ ধরার সময় বড়সড় দুর্ঘটনা। জাহাজের ধাক্কায় সমুদ্রে ডুবে গেল মৎস্যজীবীদের ট্রলার। ট্রলারডুবি হয়ে মৃত্যু হয়েছে কাকদ্বীপের এক মৎস্যজীবীর। এখনও নিখোঁজ ৫ জন। তবে কাকদ্বীপের এক মৎস্যজীবীকে জীবিত উদ্ধার করা গিয়েছে।

Advertisement

জানা গিয়েছে সোমবার দুপুরে দুর্ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরু থেকে ৫০ কিলোমিটার দূরে আরব সাগরের দেপুর বন্দরের কাছে। তার জেরে মৃত্যু হয়েছে কাকদ্বীপের পুকুরবেড়িয়া এলাকার বাসিন্দা পবন দাস নামে এক মৎস্যজীবীর। এখনও নিখোঁজ ৫ জন। তবে আমড়াতলার বাসিন্দা সুনীল দাসকে জীবীত উদ্ধার করা গিয়েছে। নিখোঁজ মৎস্যজীবীরা হলেন কাকদ্বীপের বাসিন্দা মানিক দাস, মানিক চক্রবর্তী, পবন দাস, উত্তম দাস এবং উত্তম দাস। তাঁদের খোঁজ না মেলায় উৎকন্ঠায় পরিবার। তাঁদের উদ্ধারে জোর কদমে চলছে তল্লাশি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘ লকডাউনের পর কাকদ্বীপ থেকে কেরলে উপার্জনের উদ্দেশ্যে গিয়েছিলেন ওই মৎস্যজীবীরা। জানা গিয়েছে, সোমবার ট্রলার নিয়ে দেপুর বন্দরের কাছে মাছ ধরছিলেন তাঁরা। সেই সময় একটি জাহাজ তাঁদের ট্রলারে ধাক্কা মারে। তার জেরে সমুদ্রে ডুবে যায় ওই ট্রলারটি। বিষয়টি বুঝতে পেরে কিছুটা দূরে থাকা আরেকটি ট্রলার উদ্ধার কাজ শুরু করে। তবে বিপত্তি এড়ানো যায়নি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement