Tiger Kills Fisherman

সুন্দরবনে মাছ ধরতে গিয়ে বাঘের মুখে মৎস্যজীবী, সঙ্গীরা ছিনিয়ে আনলেও হল না শেষরক্ষা

সুন্দরবনে আবার বাঘের হানায় মৃত্যু হল এক মৎস্যজীবীর। বাঘের মুখ থেকে সঙ্গীরা গণেশ কাহার নামে ৪৭ বছরের ওই ব্যক্তিকে ছিনিয়ে আনে। তবে প্রাণে বাঁচানো যায়নি তাঁকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০২৫ ২০:৩৮
Share:
One fisherman killed by tiger in Sunderban

—প্রতিনিধিত্বমূলক ছবি।

সুন্দরবনে আবার বাঘের হানায় মৃত্যু হল এক মৎস্যজীবীর। বাঘের মুখ থেকে সঙ্গীরা গণেশ কাহার নামে ৪৭ বছরের ওই ব্যক্তিকে ছিনিয়ে আনে। তবে প্রাণে বাঁচানো যায়নি তাঁকে।

Advertisement

দক্ষিণ ২৪ পরগনা জেলার সুন্দরবন কোস্টাল থানার অন্তর্গত ছোট মোল্লাখালি এলাকার বাসিন্দা গণেশ। দুই সঙ্গী বাসুদেব সরকার এবং গোপাল বৈদ্যকে নিয়ে সুন্দরবনের চার নম্বর গাজিখালি সজনে খালি জঙ্গলের মধ্যে মাছ ধরতে গিয়েছিলেন তিনি। আচমকাই গণেশের উপর ঝাঁপিয়ে পড়ে একটি বাঘ। তাঁকে দুই সঙ্গী বাঁচানোর চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। ঘটনাস্থলে মারা যান গণেশ। বাঘের মুখ থেকে তাঁর দেহটি ছিনিয়ে আনেন বাসুদেব এবং গোপাল।

ঘটনার খবর পেয়ে দেহ উদ্ধার করে নিয়ে যায় সুন্দরবন কোস্টাল থানার পুলিশ। ময়নাতদন্তের জন্য তাঁর দেহ হাসপাতালে পাঠানো হয়েছে।

Advertisement

গত মাসেই বাঘের হামলায় সুন্দরবনে মৃত্যু হয় ২২ বছরের এক মৎস্যজীবীর। ঘটনাটি ঘটে বইটা বাঙ্গির জঙ্গলে। মৃতের নাম কর্ণধর মণ্ডল। কর্ণধার-সহ পাঁচ জন কাঁকড়া ধরার জন্য জঙ্গলে গিয়েছিলেন। নৌকা থেকে নদীতে নামতেই কর্ণধারের উপর ঝাঁপিয়ে পড়ে বাঘ। সঙ্গীরা তাঁকে বাঘের হাত থেকে বাঁচানোর চেষ্টা করলেও শেষরক্ষা হয়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement