প্রতীকী ছবি।
গত বছরের আমপান থেকে শিক্ষা নিয়ে ‘যশ’-এর বিপর্যয় মোকাবিলায় এখন থেকেই মাঠে নেমে পড়েছে উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসন।
এলাকার বাসিন্দাদের সতর্ক করতে প্রচারের পাশাপাশি প্রয়োজনে যাতে তাঁদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে আসা যায় তার ব্যবস্থা থেকে শুরু করে যোগাযোগ ব্যবস্থা এবং অসুস্থদের চিকিৎসায় যাতে কোনও ঘাটতি না থাকে সে দিকেও নজর রাখছে প্রশাসন।
উত্তর ২৪ পরগনার জেলা প্রশাসনের আধিকারিক ভাস্কর পাল জানিয়েছেন, ইতিমধ্যেই প্রচুর আশ্রয় কেন্দ্র তৈরি করে নেওয়া হয়েছে। ঝড়ের পর গাছ পড়ে রাস্তা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। সে কারণে দ্রুত গাছ কেটে যাতে রাস্তা পরিষ্কার করা যায় তার জন্য আগাম প্রস্তুতি নেওয়া হয়েছে। পাশাপাশি ঝড়ের পর যাতে টেলি যোগাযোগ ব্যবস্থা এবং বিদ্যুৎ সচল রাখা যায় তার জন্যও এই দুই দফতরের অফিসারদের সঙ্গে কথাও বলে রেখেছেন বলে জানিয়েছেন তিনি।