RSS

আরএসএস কর্মীর ঝুলন্ত দেহ কার্যালয়ে

অস্বাভাবিক মৃত্যু হল রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের এক কর্মীর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা 

বসিরহাট শেষ আপডেট: ১০ অক্টোবর ২০১৮ ০৪:১৪
Share:

অস্বাভাবিক মৃত্যু হল রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের এক কর্মীর। মঙ্গলবার সকালে বসিরহাটে সংগঠনের কার্যালয়ে গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায় দীপ্তাশিস দত্তরায় (৫৮) নামে ওই ব্যক্তিকে। তাঁর বাড়ি কলকাতার যাদবপুরে। তিনি বসিরহাটে ওই কার্যালয়েই থাকতেন। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠায়। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে তারা।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত দু’বছর ধরে দীপ্তাশিস বসিরহাটের রামকৃষ্ণপল্লিতে আরএসএসের কার্যালয়ে থাকতেন। এ দিন সকালে সংগঠনের এক কর্মী সেখানে এসে দেখেন, দরজা-জানলা খোলা। সন্দেহ হওয়ায় এগিয়ে গিয়ে জানলা দিয়ে তিনি ঘরে উঁকি দেন। দেখেন, ফ্যানের সঙ্গে গলায় দড়ি দিয়ে ঝুলছে দীপ্তাশিসের দেহ। অবিবাহিত দীপ্তাশিস ছিলেন আরএসএসের প্রচারক। খবর পেয়ে পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে। পুলিশ জানতে পেরেছে, সম্প্রতি দীপ্তাশিসের এক নিকটাত্মীয় দুর্ঘটনায় পড়েন। তিনি হাসপাতালে চিকিৎসাধীন। এর পর থেকে মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন দীপ্তাশিস। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, মানসিক অবসাদেই আত্মহত্যার পথ বেছে নিয়েছেন দীপ্তাশিস। তবে সকাল বেলায় দরজা-জানলা খুলে রেখে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলেন কেন তিনি, সে বিষয়টি ভাবাচ্ছে পুলিশকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement