মতুয়াদের বিক্ষোভ, স্মারকলিপি

তবে মাধ্যমিক পরীক্ষার জন্য মাইক ব্যবহার করা হয়নি। মতুয়াদের অভিযোগ, অতীতে একবার চুরির মিথ্যে অভিযোগের জেরে জেল খাটতে হয়েছিল শান্তনুকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

গাইঘাটা শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০১৯ ০৫:০৪
Share:

জমায়েত: থানার সামনে।— নিজস্ব চিত্র

সঙ্ঘাধিপতি শান্তনু ঠাকুরকে মিথ্যে অভিযোগে ফাঁসানোর চেষ্টার অভিযোগে গাইঘাটা থানায় স্মারকলিপি দিলেন কিছু মতুয়া ভক্ত। ঠাকুরবাড়িতে গিয়ে পুলিশ হুমকি দিচ্ছে বলেও তাঁদের অভিযোগ। বুধবার বিকেলে থানার সামনে ডাঙকা-কাঁসি-নিশান নিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন তাঁরা। তবে মাধ্যমিক পরীক্ষার জন্য মাইক ব্যবহার করা হয়নি। মতুয়াদের অভিযোগ, অতীতে একবার চুরির মিথ্যে অভিযোগের জেরে জেল খাটতে হয়েছিল শান্তনুকে। ফের তাঁর বিরুদ্ধে বীণাপাণি ঠাকুরের সই জাল করার অভিযোগ তুলে ফাঁসানোর চেষ্টা হচ্ছে। সঙ্ঘাধিপতির এই অসম্মান তাঁরা মেনে নেবেন না। এ দিনের কর্মসূচিতে শান্তনু অবশ্য ছিলেন না। তিনি পরে বলেন, ‘‘মঙ্গলবার সন্ধ্যায় ঠাকুরবাড়িতে পুলিশ এসে হুমকি দিয়ে বলে গিয়েছে, থানায় গিয়ে দেখা করতে। ঠাকুরবাড়ির সদস্যদের প্রতি এমন আচরণ মেনে নেওয়া হবে না।’’ বনগাঁর এসডিপিও অশেষবিক্রম দস্তিদার বলেন, ‘‘পুলিশের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, তা আমরা খতিয়ে দেখছি।’’ বীণাপাণি ঠাকুরের একটি চিঠি নিয়ে শুরু হয়েছে এই চাপানউতোর। শান্তনুর দাবি, মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে লেখা চিঠিটি বড়মা নিজেই লিখে সই করে তাঁদের দিয়েছেন। যদিও তাঁর জেঠিমা, বনগাঁর সাংসদ মমতা ঠাকুরের দাবি, চিঠি ও সই জাল। এবং ওই মর্মে তিনি থানায় অভিযোগ করেছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement