হাসপাতাল থেকে ছাড়া পেয়ে ফের অসুস্থ, বিক্ষোভ

ধর্ষণের ঘটনায় অসুস্থ এক কিশোরী সুস্থ না হওয়া সত্ত্বেও কেন হাসপাতাল থেকে তাকে ছুটি দেওয়া হল, তা নিয়ে শনিবার উত্তেজনা ছড়াল হাবরা স্টেট জেনারেল হাসপাতালে। কিশোরীর আত্মীয়-স্বজন এবং এলাকার মহিলারা বিক্ষোভ দেখান।

Advertisement
হাবরা শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০১৭ ০২:০৪
Share:

ধর্ষণের ঘটনায় অসুস্থ এক কিশোরী সুস্থ না হওয়া সত্ত্বেও কেন হাসপাতাল থেকে তাকে ছুটি দেওয়া হল, তা নিয়ে শনিবার উত্তেজনা ছড়াল হাবরা স্টেট জেনারেল হাসপাতালে। কিশোরীর আত্মীয়-স্বজন এবং এলাকার মহিলারা বিক্ষোভ দেখান। বিক্ষোভকারীদের দাবি, ওই কিশোরী ফের বাড়িতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছে। হাসপাতাল সুপার শঙ্করলাল ঘোষ বলেন, ‘‘শনিবার ওই কিশোরীর বাড়ির লোকজন তাকে হাসপাতালে নিয়ে এসে জানান, জ্বর, পেটে ব্যথা ও ঘন ঘন প্রস্রাব হচ্ছে। আমরা ওকে ভর্তি নিয়ে গিয়েছি। সে ভাল আছে। রবিবার নানা রকম পরীক্ষা-নিরীক্ষা হবে। সর্বক্ষণ পর্যবেক্ষণে রাখা হয়েছে।’’ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পঞ্চম শ্রেণির ওই ছাত্রীর বাড়ি পৃথিবা পঞ্চায়েত এলাকায়। অভিযোগ, গত রবিবার সন্ধ্যায় তাকে পিসির বাড়ি থেকে ডেকে এনে মুখ চেপে এলাকারই এক প্রৌঢ় অরুণ দাস ধর্ষণ করে। কাউকে না জানানোর জন্য ভয়ও দেখায়। মেয়েটি ভয়ে বাড়িতে কিছু বলেনি। বুধবার ভোর থেকে অসুস্থ হয়ে পড়লে জানাজানি হয়। তাকে আনা হয় হাসপাতালে। মেয়ের বাবার অভিযোগ, হাসপাতাল থেকে তাদের বলা হয়েছিল আগে থানায় অভিযোগ করে আসতে। থানার অভিযোগ জানানোর পরে অবশ্য মেয়েটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। হাসপাতাল সূত্রের খবর, বৃহস্পতিবার সকালে শারীরিক অবস্থা ভাল থাকায় ছেড়ে দেওয়া হয়েছিল মেয়েটিকে। পুলিশ তাকে বারাসত আদালতেও নিয়ে যায়। ধর্ষণ ও পকসো আইনে অভিযুক্তের বিরুদ্ধ মামলা দায়ের করেছে পুলিশ। গ্রেফতারও করেছে। ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে। বিচারকের কাছে সে গোপন জবানবন্দিও দিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement