শান্তনুই প্রার্থী হোন, চাইছেন মতুয়াদের অনেকে

মতুয়া ভক্তদের একাংশ দাবি তুললেন, শান্তনুকেই তাঁরা লোকসভা ভোটে বনগাঁ কেন্দ্রে বিজেপির প্রার্থী হিসাবে দেখতে চান।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

গাইঘাটা শেষ আপডেট: ২৪ মার্চ ২০১৯ ০৩:৩৯
Share:

মতুয়া ঠাকুরবাড়িকে ‘রাজনীতি মুক্ত’ করতে তিনি কখনও ভোটে দাঁড়াবেন না বলে সাম্প্রতিক সময়ে একাধিক বার দাবি করেছে সারা ভারত মতুয়া মহাসঙ্ঘের সঙ্ঘাধিপতি শান্তনু ঠাকুর। কিন্তু এ বার মতুয়া ভক্তদের একাংশ দাবি তুললেন, শান্তনুকেই তাঁরা লোকসভা ভোটে বনগাঁ কেন্দ্রে বিজেপির প্রার্থী হিসাবে দেখতে চান। শনিবার বিকেলে কয়েকশো মতুয়া ভক্ত গাইঘাটার ঠাকুরনগরে মতুয়াদের ঠাকুরবাড়িতে গিয়ে শান্তনুর কাছে ওই দাবি করেছেন। সারা ভারত মতুয়া মহাসঙ্ঘের তরফে জানানো হয়েছে, তাঁরাও চাইছিলেন শান্তনু প্রার্থী হোন।

Advertisement

কী বলছেন শান্তনু?

তাঁর কথায়, ‘‘আমি চেয়েছিলাম ঠাকুরবাড়িকে রাজনীতি মুক্ত করতে। কিন্তু ইতিমধ্যেই মমতাবালা (শান্তনুর জেঠিমা) ভোটের টিকিট পেয়ে গিয়েছেন। ভক্তেরা আমাকে বলছেন, আপনি তো ঠাকুরবাড়িকে রাজনীতি মুক্ত করতে পারলেন না। তা ছাড়া, বীণাপাণি ঠাকুর ও প্রমথরঞ্জন ঠাকুরের দীর্ঘদিনের উদ্বাস্তু আন্দোলন রাজ্য সরকার ও মমতা ঠাকুর বিরোধিতা করে শেষ করে দিতে চাইছেন। সে কারণেও ভক্তেরা আমার উপরে চাপ দিচ্ছেন, আমি যাতে ভোটে দাঁড়াই। মহাসঙ্ঘও ঘোষণা করে দিয়েছে। এ ব্যাপারে আমার নিজস্ব মতামত নেই। মহাসঙ্ঘ যা চাইবে, আমাকে তা মেনে নিতে হবে।’’ মতুয়া মহাসঙ্ঘ সূত্রে জানানো হয়েছে, শান্তনুকে প্রার্থী করার দাবি তারা দিল্লির বিজেপি নেতৃত্বকেও জানিয়ে দিয়েছেন।

Advertisement

বিজেপির বারাসত সাংগঠনিক জেলার সহ সভাপতি দেবদাস মণ্ডল বলেন, ‘‘শান্তনু আমরাও প্রার্থী হিসাবে চেয়েছিলাম। হাইকম্যান্ড যদি ওঁকে প্রার্থী করে, এর থেকে ভাল কিছু হতে পারে না।’’

আরও পড়ুন: দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement