Sandeshkhali Incident

সন্দেশখালি যেতে পারলেন না, রামপুর থেকেই ফিরতে হল অধীরকেও

সরবেড়িয়া থেকে হেঁটে সন্দেশখালির উদ্দেশে রওনা দিয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। রামপুরে বিজেপিকে পুলিশ আটকে দিয়েছিল। তাঁকেও সেখানেই আটকানো হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৪ ১৪:৩৪
Share:

সন্দেশখালির পথে অধীর চৌধুরী। ছবি: সংগৃহীত।

শুধু মূল বিষয়গুলি
শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:৩০ key status

ফিরে গেলেন অধীর

বিজেপির পর রামপুর থেকে কংগ্রেসকেও ফিরে যেতে হল। অধীরকে সন্দেশখালি যাওয়ার অনুমতি দেয়নি পুলিশ। তিনি রামপুরে ঘণ্টাখানেক ছিলেন। তার পর ফিরে গিয়েছেন।

শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:৪৪ key status

বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

পুলিশি বাধার মুখে প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন অধীর। সন্দেশখালিতে তাঁকে যেতে দেওয়া হয়নি। রামপুর থেকে অধীরের হুঁশিয়ারি, আগামী দিনে বৃহত্তর আন্দোলন তাঁরা গড়ে তুলবেন। 

Advertisement
শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:৩৪ key status

পুলিশে পুলিশে ছয়লাপ

পুলিশে পুলিশে ছয়লাপ রামপুর। কংগ্রেস কর্মীদের রামপুর পেরিয়ে সন্দেশখালিতে যেতে দেওয়া হচ্ছে না অধীরকে। দফায় দফায় চলছে বচসা।

শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:১৫ key status

কী বলছেন অধীর

রামপুরে অধীর বলেন, ‘‘সন্দেশখালির সঙ্গে বাংলার মানুষের সম্মান জড়িয়ে আছে। সন্দেশখালির পঞ্চায়েত-সহ সব তৃৃণমূল পরিচালনা করে। এখানে যখন বাংলার মা-বোনেদের ভয়ঙ্কর দিনের কাহিনি প্রকাশ পাচ্ছে, আমরা তা মানতে পারছি না। আমাদের মূলধন সততা।’’

Advertising
Advertising
শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:০৬ key status

রণক্ষেত্র রামপুর

পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা শুরু করেন কংগ্রেস কর্মীরা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে রণক্ষেত্রের চেহারা নিয়েছে রামপুর।

শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:০১ key status

পুলিশের সঙ্গে বচসা

পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েছেন অধীর। তিনি বলেন, ‘‘আমাদের কেন আটকানো হল? আমরা তো মারামারি করতে আসিনি। রাস্তায় ব্যারিকেড দিয়েছেন কেন?’’ পুলিশ উত্তর দেয়নি।

শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:০০ key status

উঠছে স্লোগান

রামপুরের রাস্তায় বসে শাসকদল বিরোধী স্লোগান দিচ্ছেন কংগ্রেসের কর্মী-সমর্থকেরা। ব্যারিকেড করে তাঁদের আটকে দেওয়া হয়েছে।

শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৪ ১৪:৪২ key status

কেন আটকাচ্ছে পুলিশ

সন্দেশখালির বিভিন্ন এলাকায় ১৪৪ ধারা জারি রয়েছে। সেই কারণেই সেখানে কোনও রাজনৈতিক দলের প্রতিনিধিদের যেতে দেওয়া হচ্ছে না বলে জানায় পুলিশ। 

শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৪ ১৪:৩৮ key status

রামপুরে বিক্ষোভ

রামপুরে অধীরকে আটকে দিয়েছে পুলিশ। রাস্তায় বসে পড়েছেন তাঁরা। 

শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৪ ১৪:৩৪ key status

হাঁটছেন অধীর

সন্দেশখালি যাওয়ার আগে সরবেড়িয়ায় গাড়ি থেকে নেমে পড়েছেন অধীর। সেখান থেকে হেঁটে সন্দেশখালির উদ্দেশে তিনি রওনা দিয়েছেন।

শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৪ ১৪:২৯ key status

ফিরে গিয়েছে বিজেপি

সন্দেশখালি যেতে চেয়েছিলেন বিজেপির কেন্দ্রীয় দলের সদস্যেরাও। কিন্তু পথে তাঁদের আটকে দেওয়া হয়।

শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৪ ১৪:২৯ key status

সন্দেশখালির পথে অধীর

সন্দেশখালি যাচ্ছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। ইতিমধ্যে তিনি রওনা দিয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement