খালি-মাথা: স্কুলের পথে বিপজ্জনক যাত্রা। নিজস্ব চিত্র
দুপুরবেলা কানে হেডফোন নিয়ে হেলমেট ছাড়াই এক যুবক মোটরবাইক চালিয়ে যাচ্ছিলেন। হঠাৎ পুলিশ তাঁকে দাঁড় করায়। তাঁর লাইসেন্স তিন মাসের জন্য বাতিল করে দেওয়া হয়। বাইকটিও বাজেয়াপ্ত করা হয়।
রবিবার বসিরহাট চৌমাথায় এমন হেলমেট ছাড়া বাইক দেখলেই পুলিশ তা আটক করেছে। পুলিশ জানিয়েছে, হেলমেট না পরে মোটরবাইক চালালে, এ ভাবাই আটক করা হবে বাইক। এমনকী, তিন মাসের জন্য লাইসেন্সও বাতিল করা হবে। শুধু হেলমেট নয়, হেডফোন কানে দিয়ে বাইক চালালে কিংবা মোবাইলে কথা বলতে বলতে বাইক চালালেও একই ব্যবস্থা নেওয়া হবে।
কখনও দেওয়া হয়েছে ফুল। আবার কখনও খাওয়ানো হয়েছে মিষ্টি। কিন্তু তবু হেলমেট নিয়ে সচেতন হননি মানুষ। সে কারণে হেলমেট নিয়ে এ বার কড়া পদক্ষেপ করল বসিরহাটের পুলিশ।
গত কয়েক মাসে দুই ছাত্র-সহ বসিরহাটে মোটরবাইক দুর্ঘটনায় প্রায় ২৫ জনের মৃত্যু হয়েছে। তা সত্ত্বেও হুঁশ ফিরছে না মোটরবাইক আরোহীদের। এক পুলিশ কর্তার কথায়, ‘‘ট্রাফিক আইন মানার জন্য সচেতনতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে দুর্ঘটনা এড়াতে কড়া পদক্ষেপ করা হয়েছে।’’ বসিরহাটের টাকি এবং ইটিন্ডা রাস্তা-সহ অন্য রাস্তায় গাড়ির গতি কমানোর জন্য ৫০টি গার্ডরেল লাগানো হয়েছে। গত কয়েক দিনে শুধু বসিরহাট থানা এলাকায় প্রায় সাড়ে তিনশো হেলমেটহীন মোটরবাইক আরোহী ধরা পড়েছে। মদ খেয়ে গাড়ি চালানো, অতিরিক্ত যাত্রী তোলা এবং লাইসেন্স না থাকার কারণে আরও ২৫ জনকে ধরা হয়েছে বলে জানান ওই পুলিশ কর্তা।
লাইসেন্স ছাড়া কোনও ভাবে মোটর বাইক চালানো যাবে না বলেও হুঁশিয়ার করেছে পুলিশ। সম্প্রতি বসিরহাট মহকুমায় এসডিপিও-র দফতরের সামনে লাইসেন্সের জন্য ফর্ম বিলি করা হয়েছে পুলিশের পক্ষ থেকে।