—নিজস্ব চিত্র।
বামপন্থী নেতাদের দল মঙ্গলবার জীবনতলার মৃত সুপর্ণা নস্করের (১৬) বাড়িতে যায়। নিহত কিশোরীর মা কবিতাদেবী ফের অভিযোগ করেন, তাঁর মেয়ের মৃত্যু ইচ্ছাকৃত। সুপর্ণার আর এক আত্মীয়া কথাবার্তায় ইঙ্গিত করেন, তাঁরা নির্ভয়ে নেই। সোমবার পড়শি এক কিশোরের বাইকের ধাক্কায় সুপর্ণার মৃত্যু হয়। পুলিশ অবশ্য অনিচ্ছাকৃত মৃত্যুর ধারা (৩০৪) দিয়েছে। দুঃস্থ পরিবারের এই উজ্জ্বল, মেধাবী ছাত্রীর মৃত্যুর যথাযথ তদন্ত দাবি করেন সুজনবাবু। বিধায়ক রেজ্জাক মোল্লা সুপর্ণার পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।