হাড়োয়ায় নিগৃহীত আইপিএস

রাজ্য জুড়ে পুলিশ নিগ্রহের ঘটনা ক্রমে বেড়েই চলেছে। এ বার এক আইপিএস অফিসারের উপরে চড়াও হল গ্রামের মহিলারা। জখম হয়েছেন আরও জনা পাঁচেক পুলিশ কর্মী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

হাড়োয়া শেষ আপডেট: ০৬ জুন ২০১৫ ০২:০৭
Share:

রাজ্য জুড়ে পুলিশ নিগ্রহের ঘটনা ক্রমে বেড়েই চলেছে। এ বার এক আইপিএস অফিসারের উপরে চড়াও হল গ্রামের মহিলারা। জখম হয়েছেন আরও জনা পাঁচেক পুলিশ কর্মী।

Advertisement

শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে হাড়োয়ার খাটরা এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, ওই এলাকায় দুই পরিবারের মধ্যে জমিজমা নিয়ে গোলমাল চলছিল। এক পক্ষের মামলার ভিত্তিতে আদালত জানায়, ওই জমিতে আপাতত কেউ কোনও নির্মাণ করতে পারবে না।

কিন্তু পুলিশের কাছে খবর যায়, অন্য একটি পরিবারের লোকজন বিতর্কিত ওই জমিতে নির্মাণ শুরু করেছে। আইপিএস অফিসার রাজ করণ সম্প্রতি হাড়োয়া থানায় প্রশিক্ষণে এসেছেন। তিনি বাহিনী নিয়ে এলাকায় পৌঁছন। উত্তেজিত মহিলারা লাঠিসোঁটা নিয়ে পুলিশের উপরে চড়াও হয়। নিগ্রহ করা হয় ওই আইপিএস অফিসারকে। তাঁর পোশাক ছিঁড়ে যায়। অন্য কয়েক জন পুলিশ কর্মী আহত হন।

Advertisement

ঘটনা শুনে বসিরহাটের এসডিপিও অভিজিৎ মুখোপাধ্যায় বিশাল বাহিনী নিয়ে গ্রামে আসেন। সেখান থেকেই গ্রেফতার করা হয় ৫ মহিলাকে। জখম পুলিশ কর্মীদের চিকিৎসা করানো হয় হাড়োয়া স্বাস্থ্যকেন্দ্রে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement