চুরির পরিমাণ বাড়ছে রাস্তার ট্যাপকলের

অফিস থেকে ফেরার পথে রাস্তার ট্যাপকল থেকে এক বোতল জল ভরে খেয়েছিলেন পলাশ পাল নামে এক ব্যক্তি। দিন দু’য়েক পর ওই কল থেকে জল নিতে গিয়ে দেখেন, কলটাই উধাও। পরিবর্তে, নলের মুখে কিছু প্লাস্টিক ও কাপড়ের টুকরো গোঁজা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ক্যানিং শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০১৬ ০১:৩২
Share:

অফিস থেকে ফেরার পথে রাস্তার ট্যাপকল থেকে এক বোতল জল ভরে খেয়েছিলেন পলাশ পাল নামে এক ব্যক্তি। দিন দু’য়েক পর ওই কল থেকে জল নিতে গিয়ে দেখেন, কলটাই উধাও। পরিবর্তে, নলের মুখে কিছু প্লাস্টিক ও কাপড়ের টুকরো গোঁজা।

Advertisement

ক্যানিং ২ পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে ব্লক অফিসের সামনে গভীর নলকূপ বসিয়ে পানীয় জলের ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু বেশির ভাগ জায়গার কলগুলি চুরি হয়ে গিয়েছে। ফলে জলও বন্ধ। ক্যানিং পূর্বের বিধায়ক সওকত মোল্লা বলেন, ‘‘এটা ঠিক যে অনেক জায়গাতেই পানীয় জলের ট্যাঙ্কের ট্যাপকলগুলি চুরি হচ্ছে। আমরা নতুন করে ফের ট্যাপকল লাগানোর ব্যবস্থা করছি।’’

এখানে রয়েছে ব্যাঙ্ক, থানা, ফুড ইন্সপেক্টরের দফতর-সহ বিভিন্ন সরকারি দফতর। প্রত্যেক দিন নানা কাজে ওই সব দফতরে হাজার হাজার মানুষ আসেন। তাঁদের সুবিধার জন্যই পঞ্চায়েত সমিতি ওই ট্যাঙ্ক ওয়াটারের ব্যবস্থা করেছিল। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাতে সেই পানীয় জলের ট্যাপকলগুলি চুরি হয়ে যাচ্ছে। শুধু তাই নয়, জলের জায়গায় এমন ভাবে নোংরা করে রাখা হয়, যে সেখান থেকে জল নিতে অস্বস্তিতে পড়তে হয় মানুষকে। স্থানীয় এক দোকানি বলেন, ‘‘চুরি হয়ে যাওয়ার পরে নতুন করে আর ট্যাপ বসানো হচ্ছে না। ফলে জলও মিলছে না। প্রশাসনকে একাধিকবার জানিয়েও কোনও লাভ হয়নি।’’

Advertisement

ক্যানিং ২ বিডিও দেবব্রত পাল বলেন, ‘‘আমি নতুন এসেছি। বিষয়টি ঠিক জানা নেই। খোঁজ নিয়ে ব্যবস্থা করা হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement