Madhyamgram Mother And Daughter Mystery Death

সেই মধ্যমগ্রাম, ৫ বছরের মেয়েকে বিষ খাইয়ে খুন করে নিজেকে শেষ করে দিলেন মা! কারণ অজানা

মৃতদের নাম মধুমিতা রায় এবং প্রশংসা রায়। মধ্যমগ্রামের বাসিন্দা মধুমিতা এবং তাঁর মেয়ের নিথর দেহ উদ্ধার হয় শুক্রবার রাতে। পরিবারের দাবি, মেয়েকে বিষ খাইয়ে নিজেও বিষ খান বধূ।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০১ মার্চ ২০২৫ ১০:৫৬
Share:
মা মধুমিতা রায় এবং মেয়ে প্রশংসা রায়।

মা মধুমিতা রায় এবং মেয়ে প্রশংসা রায়। —নিজস্ব চিত্র।

পিসিশাশুড়িকে খুন করে টুকরো টুকরো করে কেটে ট্রলিতে ভরেছিলেন বৌমা। তার পর মায়ের সাহায্য নিয়ে তাঁকে কলকাতার আহিরিটোলা গঙ্গার ঘাটে ভাসাতে গিয়েছিলেন। গত মঙ্গলবার থেকে ওই ঘটনায় শোরগোল উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে। সেই মধ্যমগ্রামেই এ বার পাঁচ বছরের কন্যাকে খুন করে আত্মহত্যা করলেন মা।

Advertisement

পুলিশ সূত্রের খবর, মৃতদের নাম মধুমিতা রায় এবং প্রশংসা রায়। মধ্যমগ্রামের বাসিন্দা মধুমিতা এবং তাঁর মেয়ের নিথর দেহ উদ্ধার হয় শুক্রবার রাতে। পরিবারের দাবি, সকলের অজান্তে মেয়েকে বিষ খাইয়ে নিজেও বিষ খান ওই বধূ। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

কিন্তু কী কারণে মেয়েকে খুন করে মা আত্মহত্যা করলেন, তা এখনও স্পষ্ট নয়। এ নিয়ে পরিবারও কিছু বলতে পারছে না। শনিবার দু’টি দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে মধ্যমগ্রাম থানার পুলিশ। তদন্ত প্রাথমিক পর্যায়ে। তাই এখনই কিছু বলতে রাজি নন তদন্তকারীরা। মা-মেয়ের মৃত্যুর খবরে স্বাভাবিক ভাবে শোরগোল এলাকায়।

Advertisement

খবর পেয়ে মৃতার বাপের বাড়ির লোকজন মধ্যমগ্রামের বাড়িতে এসেছেন। খবর পেয়ে ছুটে এসেছেন অন্যান্য আত্মীয়-পরিজন। প্রতিবেশীদের দাবি, মধুমিতা হাসিখুশি ছিলেন। তাঁর দাম্পত্য জীবনে কোনও সমস্যার কথা কেউ শোনেননি। হঠাৎ এই পদক্ষেপের কারণ কী, তা নিয়ে প্রত্যেকেই কৌতূহলী। পরিবারের দাবি, মেয়েকে খুন করে আত্মহত্যা করেছেন মা। যদিও পুলিশের তরফে এখনও কিছু বলা হয়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement