এইচআইভি আক্রান্ত যুবতীকে মার, ধৃত ১

এইচআইভি আক্রান্ত যুবতীকে মারধরের অভিযোগে পুলিশ ওই মহিলার এক আত্মীয়কে গ্রেফতার করল। উত্তর ২৪ পরগনার পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় জানিয়েছেন, বাকি অভিযুক্তদের খোঁজ চলছে।

Advertisement
বসিরহাট শেষ আপডেট: ০৪ অগস্ট ২০১৬ ০২:০১
Share:

এইচআইভি আক্রান্ত যুবতীকে মারধরের অভিযোগে পুলিশ ওই মহিলার এক আত্মীয়কে গ্রেফতার করল। উত্তর ২৪ পরগনার পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় জানিয়েছেন, বাকি অভিযুক্তদের খোঁজ চলছে। বুধবার ধৃতকে বসিরহাটের এসিজেএমের আদালতে তোলা হয়। হাসনাবাদ থানার পাটলিখানপুর পঞ্চায়েতের বেনা গ্রামে বাড়ি ওই যুবতীর। বছর সাতাশের ওই যুবতীকে দুষ্কৃতীরা অপহরণ করে মুম্বইয়ের একটি যৌনপল্লিতে বিক্রি করে দেয়। সেখানে দু’বছর থাকার পরে পুলিশের সহযোগিতায় বাড়ি ফেরেন তিনি। কয়েক মাস আগে তাঁর রক্তে এইচআইভি সংক্রমণ ধরা পড়ে। অভিযোগ, এই কথা জানাজানি হলে তাঁর নিকট আত্মীয়েরা নানা ভাবে তাকে টিপ্পনি কাটা শুরু করে। গত ২৯ জুলাই জমি-জায়গা নিয়ে বিবাদের জেরে মেয়েটিকে মারধরও করা হয়। পাঁচ জনের বিরুদ্ধে অভিযোগ করেন ওই যুবতী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement