শোভাযাত্রা: হাবরায় ছবিটি তুলেছেন শান্তনু হালদার
নতুন বছরকে স্বাগত জানাতে এক শোভাযাত্রার আয়োজন করেছিল হাবরা পুরসভা। শনিবার সকালে পুরসভার পক্ষ থেকে ওই শোভাযাত্রার আয়োজন করা হয়। প্রায় হাজার দশেক মানুষ ওই শোভাযাত্রায় যোগ দিয়েছিলেন বলে পুর কর্তৃপক্ষের দাবি। স্থানীয় দেশবন্ধু পার্ক এলাকায় যশোর রোডে ওই শোভাযাত্রা শুরু হয়। জয়গাছি সুপার মার্কেটের কাছে শেষ হয়েছে। পুরুলিয়ার শিল্পীদের ছৌ নৃত্য, নাটুয়া, খোল ডোল, বহুরূপী, মহিলা ঢাকি সবই এই শোভাযাত্রায় ছিল। কী ছিল না ওই শোভাযাত্রায়। শোভাযাত্রায় হেঁটেছেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, পুরপ্রধান নীলিমেশ দাস। গোবরডাঙা বিবেকানন্দ সেবা কেন্দ্র থেকেও এ দিন বর্ষবরণ উৎসবের আয়োজন করা হয়েছিল। ছিল সানাই, শোভাযাত্রা ভক্তিমূলক গানের অনুষ্ঠান। তা ছাড়াও বিনামূল্যে চোখ সুগার ও লিভার পরীক্ষা শিবিরের অয়োজন করা হয়।
অন্য দিকে নতুন বছরকে স্বাগত জানাতে প্রভাতফেরির আয়োজন করে ডায়মন্ড হারবারের রবীন্দ্র পরিষদ। এ দিন সকালে পরিষদের সদস্য ও কচিকাঁচাদের নিয়ে পুরসভা মাঠ থেকে প্রভাতফেরি শুরু হয়। তারা নুনগোলা বিবেকানন্দ মূর্তির কাছে যায়। সেখানে একটি অনুষ্ঠানের আয়োজনও করা হয়েছে। ডায়মন্ড হারবার ১ ব্লক ও টাউন তৃণমূল নেতৃত্বের পরিচালনায় পায়রা উড়িয়ে রাখি বন্ধন ও মিষ্টি বিতরণের অনুষ্ঠান করা হয়। এ দিন বিকেলে ডায়মন্ড হবারবার বাসস্ট্যান্ডে ওই অনুষ্ঠান হয়।
ব্লক সভাপতি উমাপদ পুরকাইত ও টাউন সভাপতি রাজর্ষি দাসরা পথচলতি মানুষের হাতে রঙিন রাখি পরিয়ে দিয়ে মিষ্টি মুখ করান।
এ দিন নববর্ষ উপলক্ষে সাগর ব্লকের এগিয়ে থাকা এই পঞ্চায়েতের কালীবাজারে শনিবার এক সঙ্গে চলল সার্বিক মঙ্গল কামনায় মন্ত্রপাঠ, শান্তিযজ্ঞ। অন্য দিকে চলল মাগরিবের, নমাজ দোয়া উচ্চারণ।
বাসন্তী ময়দানে ১০৮ জন পুরোহিত এবং ১০৮ জন নমাজিকে আমন্ত্রণ জানিয়েছিল গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েত।