স্কুলভ্যানের সঙ্গে গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত হল চার খুদে পড়ুয়া-সহ আট জন। শনিবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার আমডাঙা থানা এলাকার রামপুর মোড়ে। ঘটনায় গুরুতর আহত হয়েছেন ভ্যানচালক। আহতদের মধ্যে চার জন নার্সারির পড়ুয়া এবং তিন জন অভিভাবক।
পুলিশ সূত্রে খবর, সকাল সাড়ে ৭টা নাগাদ স্থানীয় চার জন পড়ুয়া এবং তিন জন অভিভাবককে নিয়ে স্কুলে যাচ্ছিল ভ্যানটি। হঠাৎ ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর রামপুর মোড়ে উল্টো দিক থেকে আসা একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে ভ্যানটিকে। আহতদের বারাসত সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গুরুতর আহত অবস্থায় সেখানে চিকিত্সাধীন ভ্যানচালক। চিকিৎসাধীন ফরজানা খাতুন, রুনাফা খাতুন, সাদিয়া খাতুন এবং তসমিনা খাতুন নামে চার খুদে পড়ুয়া। পুলিশ জানিয়েছে, গাড়িটিকে আটক করা হয়েছে। চালক পলাতক। জেলার অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় বলেন, “পলাতক গাড়িচালকের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।”