Basanti

আগ্নেয়াস্ত্র ও তাজা কার্তুজ উদ্ধার বাসন্তিতে, অভিযুক্ত পলাতক

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে সেই অস্ত্র বিক্রির ছক করেছিল বলে গোপন সূত্রে খবর পায় পুলিশ। এর পরেই অভিযান চলে। বুধবার দুপুরে উদ্ধার হয় দু’টি দেশি বন্দুক ও ১৬ রাউন্ড কার্তুজ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

দক্ষিণ ২৪ পরগনা শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০২০ ২০:৪৮
Share:

বাসন্তিতে উদ্ধার আগ্নেয়াস্ত্র। নিজস্ব চিত্র।

বাসন্তিতে আগ্নেয়াস্ত্র ও তাজা কার্তুজ উদ্ধার করল পুলিশ। বাসন্তি থানা এলাকার বাসিন্দা ভোলানাথ বিশ্বাস অস্ত্র বিক্রির কারবার চালাচ্ছে খবর পেয়ে হানা দেয় পুলিশ। তবে পুলিশ যাওয়ার আগেই এলাকা ছেড়ে পালিয়ে যায় ভোলানাথ। তবে মজুত করা অস্ত্র উদ্ধার হয়েছে। অভিযুক্তের খোঁজে তল্লাশি চালচ্ছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাসন্তী থানা এলাকার ৬ নম্বর কুমড়োখালির বাসিন্দা ভোলানাথ নিজের বাড়িতে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ মজুত করছিল। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে সেই অস্ত্র বিক্রির ছক করেছিল বলে গোপন সূত্রে খবর পায় পুলিশ। এর পরেই অভিযান চলে। বুধবার দুপুরে উদ্ধার হয় দু’টি দেশি বন্দুক ও ১৬ রাউন্ড কার্তুজ।

আরও পড়ুন: চন্দনগরের জগদ্ধাত্রী পুজোয় শোভাযাত্রা নয়, মন ভাল নেই আলোর শহরের

Advertisement

আরও পড়ুন: বগি থেকে ছিটকে গেল মালগাড়ির ইঞ্জিন, ধাক্কা মারল বাড়ির সামনের পাঁচিলে

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement