ফেরিঘাট মালিকের সততা এবং পুলিশের চেষ্টায় নগদ টাকা এবং গয়না ফেরত পেলেন এক দম্পতি। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে মিনাখাঁ থানার উচিলদহ ফেরিঘাটে।
পুলিশ সুত্রে খবর, হিঙ্গলগঞ্জের ঘোষপাড়ার বাসিন্দা প্রশান্ত বিশ্বাস এবং তাঁর স্ত্রী বনানী বিশ্বাসের ছেলে অসুস্থ। প্রশান্তবাবু দিন কয়েক স্ত্রীকে নিয়ে উচিলদহগড় গ্রামে শ্বশুরবাড়িতে থাকছিলেন। রবিবার সকালে উচিলদহ ফেরিঘাট পেরিয়ে বাড়ি ফিরছিলেন তাঁরা। সঙ্গে ছিল নগদ টাকা ও গয়না ভর্তি ব্যাগ। ফেরিঘাটে ভুল করে ব্যাগটি ফেলে চলে যান তাঁরা। ঘাটের পাশে ব্যাগটি পড়ে থাকতে দেখেন ঘাট মালিক সিদ্ধেশ্বর মণ্ডল। ব্যাগের মালিকের খোঁজ না পেয়ে তিনি নিজেই ব্যাগটি খুলে দেখেন। সেখানে ছিল গয়না, নগদ টাকা, মোবাইল এবং পরিচয়পত্র। কিন্তু মোবাইলে ফোন করার মতো টাকা ছিল না। এর পর তিনি ব্যাগ নিয়ে মিনাখাঁ থানায় যান। সেখানে ওসির উপস্থিতিতে মোবাইলে টাকা ভরে প্রশান্তবাবুর নম্বরে ফোন করা হয়। তার পর প্রশান্তবাবু এসে ব্যাগ নিয়ে যান।