Farm Bill 2020

নিশানায় কৃষি আইন, আজ বিক্ষোভ এ রাজ্যেও

তৃণমূলের তরফ থেকেও অবস্থান-বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। সিপিএম শুক্রবার বিকেলে শহরের ১১৭  নম্বর জাতীয় সড়কে মিছিল করবে বলে জানিয়েছে। বিকেলে মন্দিরবাজারের দক্ষিণ বিষ্ণুপুর মোড়ে মিছিল, প্রতিবাদ সভা হবে।

Advertisement

ক্যানিং

নিজস্ব প্রতিবেদন শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২০ ০৩:২৪
Share:

প্রতীকী চিত্র

নয়া কৃষি আইনের বিরোধিতায় ইতিমধ্যেই আন্দোলন সংঘটিত হতে শুরু করেছে দেশের নানা প্রান্তে। আজ শুক্রবার, দেশ জোড়া আন্দোলনের ডাক দিয়েছে বিরোধীরা। বিজেপি বিরোধী প্রায় সব রাজনৈতিক দলই তাতে সামিল। শুক্রবার ভাঙড়ের ঘটকপুকুর-সহ ২৭টি জায়গায় বাম গণ সংগঠনগুলির ডাকে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। পাশাপাশি, জাতীয় সড়ক থেকে শুরু করে বিভিন্ন রাস্তা অবরোধ করার কর্মসূচি রয়েছে বলে জেলা সিপিএমের পক্ষ থেকে জানানো হয়েছে। ফলে বাসন্তী হাইওয়ে-সহ জেলার বিভিন্ন রাস্তাঘাট অবরুদ্ধ হয়ে পড়ার আশঙ্কা থাকছে। শুক্রবার সকালে ক্যানিং পশ্চিমের বিধায়ক শ্যামল মণ্ডলের নেতৃত্বে তৃণমূলের তরফ থেকে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। গোসাবা ব্লক তৃণমূলের তরফ থেকেও অবস্থান-বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। সিপিএম শুক্রবার বিকেলে শহরের ১১৭ নম্বর জাতীয় সড়কে মিছিল করবে বলে জানিয়েছে। বিকেলে মন্দিরবাজারের দক্ষিণ বিষ্ণুপুর মোড়ে মিছিল, প্রতিবাদ সভা হবে। জয়নগর-কুলতলি এবং পাশাপাশি বিভিন্ন এলাকায় মিছিল করবে এসইউসিও। শুক্রবার সকাল ১১টায় হিঙ্গলগঞ্জ কালীবাড়ি মোড়ে হাসনাবাদ-নেবুখালি রোড অবরোধ করার ডাক দিয়েছে বামেরা। বৃহস্পতিবার বিকেলে বসিরহাটে পথে নামে কংগ্রেস। বৃষ্টি উপেক্ষা করে এ দিন খোলাপোতায় মিছিলের পরে কৃষি বিলের প্রতিলিপি পোড়ানো হয়। আমডাঙা-দেগঙ্গা এলাকায় মিছিল এবং প্রতিবাদ সভার ডাক দিয়েছে সিপিএম এবং তৃণমূল। দুই দলই জানিয়েছে, বনগাঁয় একাধিক সভা, মিছিল হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement