অশোকনগর-কল্যাণগড় পুরসভার প্রায় তিন কোটি টাকা তছরুপের ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ একটি বেসরকারি ব্যাঙ্কের এক প্রাক্তন কর্মীকে গ্রেফতার করল।
২০১২-১৩ এবং ২০১৩-১৪ অর্থবর্ষে ওই পুরসভার মিড ডে মিল এবং বার্ধক্য-বিধবা ভাতার মোট ২ কোটি ৯২ লক্ষ ৪৩ হাজার টাকা হাবরার একটি ব্যাঙ্ক থেকে তছরুপ হয় বলে এক বছর আগে অভিযোগ দায়ের করেন পুরপ্রধান প্রবোধ সরকার। ওই অভিযোগে অমরেশের নাম ছিল। অভিযোগের পরে অবশ্য ব্যাঙ্ক কর্তৃপক্ষ তাঁকে কাজ থেকে বরখাস্ত করেন।
বুধবার সন্ধ্যায় পুলিশ অমরেশ গুহ নামে কল্যাণগড়ের বাসিন্দা ওই ব্যক্তিকে গ্রেফতার করে। তিনি একটি বেসরকারি ব্যাঙ্কের হাবরা শাখার কর্মী ছিলেন। তছরুপের ঘটনার তদন্ত নেমে পুলিশ ইতিমধ্যেই হাবরার একটি বেসরকারি ব্যাঙ্কের প্রাক্তন ডেপুটি ম্যানেজার অনির্বাণ দাস-সহ চারজনকে গ্রেফতার করেছে। তাঁদের মধ্যে দু’জন হাবরা ও দত্তপুকুরের ব্যবসায়ী। পুলিশ তাঁদের জেরা করে অমরেশের যুক্ত থাকার প্রমাণ পায় বলে দাবি তদন্তকারীদের। তারপরে পুলিশের পক্ষ থেকে নোটিস করে তাঁকে থানায় ডেকে পাঠানো হয়। বুধবার সন্ধ্যায় অমরেশ থানায় গেলে দীর্ঘক্ষণ জেরা করা হয় তাঁকে। পুলিশের দাবি, সব প্রশ্নের সন্তোষজনক উত্তর দিতে পারেননি ওই ব্যক্তি। এরপরেই তাঁকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অমরেশের বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি পুরসভা থেকে ১ লক্ষ ৯৪ হাজার ৩৭৩ টাকা নগদ নিয়ে গিয়েছিলেন ব্যাঙ্কে জমা করবেন বলে। কিন্তু পুরসভার অ্যাকাউন্টে তা জমা করেননি।
তদন্তের স্বার্থে পুলিশ পুরসভার সরকারি কর্মী স্বপনকুমার দে-কে দু’দিন নোটিস করে থানায় ডেকে জেরা করেছে। লিখিত ভাবে পুলিশ তাঁর কাছ থেকে নানা বিষয়ে উত্তর জানছে। ফের তাঁকে জেরা করা হবে বলে জানিয়েছে পুলিশ।