West Bengal Panchayat Election 2023

সাদা থান পাঠিয়ে হুমকি মনোনয়ন প্রত্যাহারের

স্থানীয় সূত্রের খবর, ওই পঞ্চায়েতের দক্ষিণ ব্যানার্জিচক এলাকায় ২৫৩ নম্বর বুথে বাম সমর্থিত নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ করেছেন সুব্রত গায়েন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

জয়নগর শেষ আপডেট: ১৭ জুন ২০২৩ ০৯:২৫
Share:

হুমকি: সাদা থান পেলেন জয়নগরের চালতাবেড়িয়ার বাম সমর্থিত নির্দল প্রার্থী। নিজস্ব চিত্র

বাম সমর্থিত নির্দল প্রার্থীকে মনোনয়ন প্রত্যাহারের জন্য হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। জয়নগরের চালতাবেড়িয়া পঞ্চায়েত এলাকার ঘটনা।

Advertisement

স্থানীয় সূত্রের খবর, ওই পঞ্চায়েতের দক্ষিণ ব্যানার্জিচক এলাকায় ২৫৩ নম্বর বুথে বাম সমর্থিত নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ করেছেন সুব্রত গায়েন। সিপিএম নেতৃত্বের দাবি, মনোনয়ন পেশ করার পর থেকেই শাসক দলের ভয়ে বাড়ি ফিরতে পারছেন না সুব্রত। এর মধ্যেই বৃহস্পতিবার রাতে তাঁর বাড়িতে গিয়ে বৃদ্ধা মায়ের হাতে সাদা থান, ফুলের মালা ধরিয়ে হুমকি দিয়ে আসা হয়েছে বলে অভিযোগ।

সুব্রতর স্ত্রী আরতি গায়েন বলেন, “মনোনয়ন দেওয়ার পর থেকেই স্বামী ভয়ে বাড়িতে আসতে পারছেন না। এর মধ্যেই তৃণমূলের কয়েকজন এসে বাড়িতে আমার বৃদ্ধা শাশুড়ির হাতে থান কাপড়, ফুলের মালা দিয়ে গিয়েছে। বলেছে, মনোনয়ন প্রত্যাহার না করলে স্বামীকে খুন করে ফেলবে।”

Advertisement

সিপিএমের দক্ষিণ ২৪ পরগনা জেলা কমিটির সদস্য অপূর্ব প্রামাণিক বলেন, “তৃণমূল ভয় দেখিয়ে বিরোধীদের মনোনয়ন প্রত্যাহার করাতে চাইছে। আমাদের একাধিক প্রার্থী ঘরছাড়া। কিন্তু আমরা ভয় পাব না। ভোটে লড়াই হবে।”

হুমকির অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। চালতাবেড়িয়া পঞ্চায়েতের বিদায়ী প্রধান চণ্ডীচরণ সর্দার বলেন, “এ সব অভিযোগ ভিত্তিহীন। এক জন নির্দল প্রার্থীর মনোনয়ন প্রত্যাহারে আমাদের কিছু এসে যায় না। মানুষ তৃণমূলের পাশে আছে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement