খালের জল থেকে উদ্ধার মা-হারা শিশুর মৃতদেহ

শিশুর অস্বাভাবিক মৃত্যু নিয়ে উত্তেজনা ছড়িয়েছে স্বরূপনগরের কাচদহ গ্রামে। আড়াই বছরের শিশুটির নাম সুজন বাছাড়। এক দিন নিখোঁজ থাকার পরে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে খালের জলে ভাসতে দেখা যায় তার দেহ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

স্বরূপনগর শেষ আপডেট: ৩০ অগস্ট ২০১৬ ০০:৫১
Share:

কোথায় হারাল হাসি...।

শিশুর অস্বাভাবিক মৃত্যু নিয়ে উত্তেজনা ছড়িয়েছে স্বরূপনগরের কাচদহ গ্রামে। আড়াই বছরের শিশুটির নাম সুজন বাছাড়। এক দিন নিখোঁজ থাকার পরে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে খালের জলে ভাসতে দেখা যায় তার দেহ। মৃতের পরিবার-সহ গ্রামবাসীদের দাবি, সুজনকে শ্বাসরোধ করে খুন করে খালের জলে ফেলে পালিয়েছে দুষ্কৃতীরা। পুলিশ জানিয়েছে, ময়না-তদন্তের রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত মৃত্যুর কারণ স্পষ্ট নয়।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্বরূপনগরের চারঘাট পঞ্চায়েতের কাচদহের বাসিন্দা শিবপদ বাছাড়ের একমাত্র সন্তান সুজন জন্মানোর সময়ে তার মা অসিমাদেবীর মৃত্যু হয়। সেই থেকে বাবার কাছে বড় হচ্ছিল সুজন। শিবপদবাবুর দাবি, গত শুক্রবার সন্ধ্যায় তিনি যখন রেশন তুলতে যাচ্ছিলেন, সে সময়ে বারান্দায় খেলা করছিল ছেলে। দিদা লক্ষ্মীদেবী জল আনার জন্য পাশের কলে গিয়েছিলেন। বাড়ি ফিরে দেখেন সুজন নেই।

পুলিশ জানায়, শনিবার বেলা ১১টা নাগাদ শিবপদবাবুর বাড়ি থেকে মাঠ পেরিয়ে এক কিলোমিটার দুরে একটি খালের জলে সুজনের দেহ ভাসতে দেখা যায়।

Advertisement

রবিবার গ্রামবাসীরা আলোচনায় বসে ঠিক করেন, পথ অবরোধে নেমে দোষীদের শাস্তির দাবি তোলা হবে। কিন্তু শেষে ঠিক হয়েছে, আগামী কয়েক দিনের মধ্যে পুলিশ দুষ্কৃতীদের গ্রেফতার করতে না পারলে তবেই বৃহত্তর আন্দোলনে নামা হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement