জলমগ্ন মাতলা তীরবর্তী লোকালয়। —নিজস্ব চিত্র।
ঝড়ের দাপট গায়ে লাগেনি। তবে ভিটেমাটি হারানোর আতঙ্ক চেপে ধরেছে ক্যানিংবাসীকে। কারণ ঘূর্ণিঝড় ইয়াস আছড়ে না পড়লেও, জল থৈ থৈ অবস্থা চারিদিকে। এমন পরিস্থিতিতে সেই ঘরছাড়া অবস্থাতেই দিন কাটছে তাঁদের।
ঘূর্ণিঝড় ইয়াস নিয়ে গত এক সপ্তাহ ধরেই চূড়ান্ত তৎপরতা রাজ্যজুড়ে। ঝড়ের গতিপথ নিয়ে এখনও ধন্দ থাকলেও, আবহাওয়ায় তার প্রভাব পড়েছে ইতিমধ্যেই। ভারি বৃষ্টিতে মাতলার দু’কূল ছাপিয়ে যাওয়ার অবস্থা।
তাতে স্থানীয় এলাকা ইতিমধ্যেই জলমগ্ন হয়ে গিয়েছে। তার জেরে ইতিমধ্যেই জরুরি নথিপত্র নিয়ে ঘর ছেড়েছেন বহু মানুষ। এক বছর আগে আমপানের ধাক্কায় ভিটেমাটি সব গিয়েছিল। ইয়াসের তাণ্ডব কোথায় দাঁড় করাবে, তা নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন তাঁরা।