Cyclone Yaas

ইয়াস-এর প্রভাবে ভাঙল মুড়িগঙ্গা নদীর বাঁধ, জলমগ্ন কপিলমুনির মন্দির

স্থানীয় মানুষ এবং সাধুসন্তরাও আতঙ্কিত হয়ে পড়েছেন। সাগরদ্বীপের মূল প্রবেশদ্বার কচুরবেড়িয়াও প্লাবিত হয়েছে।

নিজস্ব সংবাদদাতা
সাগর শেষ আপডেট: ২৬ মে ২০২১ ১২:০৩
Share:
Advertisement

অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ের প্রভাবে ব্যাপক জলস্ফীতি দক্ষিণ ২৪ পরগনা জেলার সাগর এলাকায়। সাগরের মুড়িগঙ্গা নদীর বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। জল ঢুকেছে কপিলমুনির মন্দিরেও।

ইয়াস-এর প্রভাবে বুধবার সকাল থেকেই উত্তাল বঙ্গোপসাগর। প্রবল জলোচ্ছ্বাসের জেরে নদীর বাঁধ উপচে ঢুকছে জল। মুড়িগঙ্গা নদীর বাঁধ ভাঙায় সংলগ্ন বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। জলের স্রোতে মাটির বাড়িগুলিও ভেঙে পড়েছে। পাশাপাশি কপিলমুনি মন্দির প্রাঙ্গণেও ঢুকেছে জল। মন্দির লাগোয়া বিস্তীর্ণ এলাকা এখন জলমগ্ন। এর মধ্যেই শঙ্কা বাড়াচ্ছে ঝোড়ো হাওয়া। এর জেরে স্থানীয় মানুষ এবং সাধুসন্তরাও আতঙ্কিত হয়ে পড়েছেন। সাগরদ্বীপের মূল প্রবেশদ্বার কচুরবেড়িয়াও প্লাবিত হয়েছে।

Advertisement

কপিলমুনি আশ্রমের প্রধান পুরোহিত মোহান্ত সঞ্জয় দাস বলেছেন, ‘‘যে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গে এসেছে, তার প্রভাবে প্রকৃতি উত্তাল। ঈশ্বরের কাছে প্রার্থনা করি, যাতে ক্ষয়ক্ষতি না হয়। পরিস্থিতি স্বাভাবিক হয়। সকলে যেন সুস্থ থাকে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement