—প্রতীকী চিত্র।
ভর দুপুরে মোটরবাইক দাঁড় করিয়ে স্বর্ণ ব্যবসায়ী ও তাঁর সঙ্গীর কাছ থেকে একটি ব্যাগ ছিনিয়ে নিয়ে পালাল দুষ্কৃতীরা। রবিবার ঘটনাটি ঘটেছে নৈহাটিতে। নৈহাটি এক নম্বর বিজয়নগরে বাসিন্দা স্বর্ণ ব্যবসায়ী নিমাই ঘোষ দস্তিদার ও তাঁর সঙ্গী প্রশান্ত দাস একটি ব্যাগে সোনা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে বাইকে চেপে যাওয়ার সময় দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ। প্রশান্ত বলেন, ‘‘স্থানীয় বড় পুকুরপাড় থেকে বাইকে করে এসে তিন দুষ্কৃতী পথ আটকায়। ব্যাগে সোনা আছে তা ওরা জানত। সেটা ছিনিয়ে নেওয়ার সময় আমাদের গুলি করবে বলে ভয় দেখায়। রিভলভারের বাঁট দিয়ে মারে।’’
প্রশান্ত জানান, মারের চোটে নিমাই অচেতন হয়ে লুটিয়ে পড়েন। নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। তাঁর মাথায় সাতখানা সেলাই হয়েছে।
দিন দুপুরে নৈহাটিতে এমন ঘটনায় তাজ্জব স্থানীয় বাসিন্দারা। ব্যবসায়ীকে আগ্নেয়াস্ত্র নিয়ে ভয় দেখানো এবং মারধর শুরু করতে দেখে থমকে যান পথচারীরাও। স্থানীয় লোকজন জড়ো হতে দেখে ও চিৎকার চেঁচামেচি শুরু হতেই পালিয়ে যায় দুষ্কৃতীরা।
ওই ব্যবসায়ী এবং তাঁর সঙ্গীকে স্থানীয়েরাই হাসপাতালে নিয়ে যান। ব্যারাকপুর কমিশনারেটের আধিকারিকেরা ঘটনাস্থলে গিয়ে কয়েকটি সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেন।