পুলিশের জিম্মায় ধৃত দুষ্কৃতী। —নিজস্ব চিত্র
দাগী দুষ্কৃতীকে গ্রেফতার করল উত্তর ২৪ পরগনার হাবড়া থানার পুলিশ। ধৃত সেলিম মাঝির (২৯) কাছ থেকে উদ্ধার হয়েছে একটি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি। জেলার বিভিন্ন প্রান্তে চুরি-ডাকাতির অভিযোগ রয়েছে সেলিমের বিরুদ্ধে। ডাকাতির অভিযোগে গ্রেফতারও হয়েছিলেন তিনি।
পুলিশ সূত্রে জানা যায়, সেলিমের বাড়ি কাটাবাগান স্বরূপনগর এলাকায়। পুলিশের দাবি, বৃহস্পতিবার রাতে ফুলতলা বাজারে ছিনতাই করার উদ্দেশ্যে ঘোরাফেরা করছিলেন তিনি। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ গিয়ে অভিযুক্তকে আটক করে। পরে তাঁকে গ্রেফতার করা হয়। তাঁকে জেরা করে গোটা চক্রের হদিশ পেতে পেতে চাইছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, দীর্ঘদিন ধরেই তাদের নজরে ছিল সেলিম। একাধিক ডাকাতির ঘটনায় তাঁর নাম জড়ায়। শেষ পর্যন্ত একটি ডাকাতির ঘটনায় ধরা পড়েন সেলিম। জামিনে ছাড়া পেয়ে ফের ডাকাতির ছক কষেছিলেন বলে পুলিশের দাবি।
আরও পড়ুন: আমফান মোকাবিলায় রাজ্যকে আরও ২৭০০ কোটি দেবে কেন্দ্র, পাবে অন্য ৫ রাজ্যও