তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন, অভিযুক্ত সিপিএম

মোটরবাইকে ছেলের সঙ্গে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের হাতে খুন হলেন এক তৃণমূল কর্মী। শনিবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে হাড়োয়ার বকজুড়ি গ্রামে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বসিরহাট শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০১৭ ০০:৫৬
Share:

আখের আলি মোল্লা।

মোটরবাইকে ছেলের সঙ্গে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের হাতে খুন হলেন এক তৃণমূল কর্মী। শনিবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে হাড়োয়ার বকজুড়ি গ্রামে।

Advertisement

মোটরবাইকে ছেলের সঙ্গে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের হাতে খুন হলেন এক তৃণমূল কর্মী। শনিবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে হাড়োয়ার বকজুড়ি গ্রামে।

পুলিশ জানিয়েছে, নিহতের নাম আখের আলি মোল্লা (৪৫)। তাঁর ছেলে আসগার বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন। ৭জন সিপিএম কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।এই ঘটনায় রাজনৈতিক রং লেগেছে। আসগারের অভিযোগ, সিপিএমের দুষ্কৃতীরাই তাঁর বাবাকে কুপিয়ে খুন করেছে।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বকজুড়ি মোড়ে আখেরের একটি সারের দোকান। এ দিন রাত সাড়ে ৯টা নাগাদ দোকান বন্ধ করে বাবা ও ছেলে বাড়ি ফিরছিলেন। সে সময় রাস্তার দু’পাশে গাছের সঙ্গে বাঁধা তারে লেগে মোটরবাইক থেকে ছিটকে পড়েন আখের ও আজগার। এরপরেই ৭জন দুষ্কৃতী এসে তাঁদের উপর চড়াও হয়। দা, ভোজালি, টাঙ্গি দিয়ে বাবা এবং ছেলেকে এলোপাতাড়ি কোপাতে থাকে।

চিৎকারে আশপাশের লোকেরা বেরিয়ে এলে দুষ্কৃতীরা পালায়। স্থানীয় বাসিন্দারা দু’জনকে উদ্ধার করে হাড়োয়া হাসপাতালে নিয়ে গেলে আখেরকে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। আজগার বলেন, ‘‘দু’টি দড়ি পার হতে পারলেও তৃতীয় দড়িতে গিয়ে আমাদের বাইক পড়ে গেলে। ওই সময়ে দুষ্কৃতীরা বাবাকে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। আমাকেও মারে। সিপিএমের এক নেতা-সহ দুষ্কৃতীদের নাম পুলিশকে জানিয়েছি।’’

তৃণমূলের জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, ‘‘আখের তৃণমূলের এক সক্রিয় কর্মী ছিলেন। তাঁর ছেলের অভিযোগ সিপিএম থেকে খুন করা হয়েছে। পুলিশকে বলব দ্রুত খুনিদের গ্রেফতার করতে।’’

সিপিএম অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে। সিপিএমের জোনাল কমিটির সম্পাদক নিরঞ্জন সাহার দাবি, ‘‘মেছোভেড়ির দখলকে কেন্দ্র করে কাকা-ভাইপোদের গণ্ডগোল চলছিল। বিষয়টি নিয়ে একাধিকবার সালিশি সভাও হয়েছে। কিন্তু কোনও সুরাহা হয়নি। তার জেরেই খুন হয়েছেন আখের। এটা নিয়েও রাজনীতি শুরু করেছে তৃণমূল।’’ একই দাবি আখেরের এক আত্মীয় সুকুর আলি মোল্লার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement