Coronavirus

করোনা পজিটিভ আরও ১১

হাবড়া ২ ব্লক এলাকায় আরও ৬ জন করোনা পজিটিভ হয়েছেন বলে জানান প্রবোধ। সকলেই পরিযায়ী শ্রমিক।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বনগাঁ শেষ আপডেট: ২৯ মে ২০২০ ০১:০৪
Share:

—ফাইল চিত্র।

গোবরডাঙা পুরসভা এলাকায় করোনাভাইরাসে আক্রান্ত হলেন এক ব্যক্তি। বৃহস্পতিবার তাঁর লালারস পরীক্ষার রিপোর্ট পৌঁছয় জেলা স্বাস্থ্য দফতরের কাছে। গোবরডাঙা পুরসভার প্রশাসক সুভাষ দত্ত বলেন, ‘‘এক ব্যক্তির করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ বলে স্বাস্থ্য দফতর জানিয়েছে। ওই ব্যক্তির বাড়ি ও সংলগ্ন এলাকা গণ্ডিবদ্ধ ঘোষণা করা হয়েছে।’’ পুরসভা সূত্রে জানা গিয়েছে, এটাই গোবরডাঙা পুর এলাকায় করোনাপজিটিভ হওয়ার প্রথম ঘটনা। ওই ব্যক্তি কয়েক দিন আগে মহারাষ্ট্র থেকে ফিরেছেন। গৃহ নিভৃতবাসে ছিলেন। হাবড়া শহরের এক বৃদ্ধও করোনা পজিটিভ হয়েছেন। পুরসভার স্বাস্থ্য আধিকারিক মানস দাস বলেন, ‘‘বৃদ্ধকে বারাসতের কোভিড হাসপাতালে ভর্তি করা হয়েছে।’’ পুরসভা সূত্রে জানা গিয়েছে, তিনি কলকাতায় নিজের দোকানে যাতায়াত করতেন।

Advertisement

অশোকনগর-কল্যাণগড় পুর এলাকার দু’জন করোনা পজিটিভ হয়েছেন। পুরপ্রশাসক প্রবোধ সরকার বলেন, ‘‘বৃহস্পতিবার রিপোর্ট জানতে পেরেছি। দু’জনেই করোনা পজিটিভ। মহারাষ্ট্র থেকে ফিরেছিলেন।’’ হাবড়া ২ ব্লক এলাকায় আরও ৬ জন করোনা পজিটিভ হয়েছেন বলে জানান প্রবোধ। সকলেই পরিযায়ী শ্রমিক। বনগাঁ ব্লকের চৌবেড়িয়া ১ পঞ্চায়েত এলাকায় এক মহিলা করোনা পজিটিভ হয়েছেন। বিএমওএইচ মৃগাঙ্ক সাহা রায় বলেন, ‘‘ওই মহিলার করোনা পরীক্ষার রিপোর্ট বৃহস্পতিবার পেয়েছি। তিনি পজিটিভ। মহিলা মহারাষ্ট্রে স্বামীর সঙ্গে কাজ করতেন। দিন কয়েক আগে ফিরেছেন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement