Pilgrims

তীর্থযাত্রীদের জন্য মাস্ক, স্যানিটাইজ়ার

মুড়িগঙ্গায় অতিরিক্ত চরা পড়ায় জলযান চলাচলে যাতে ব্যাঘাত না ঘটে, সে জন্য গুরুত্ব দিয়ে ডেজিংয়ের ব্যবস্থা করা হচ্ছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা 

ভাঙড় শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০২০ ০৫:৪৬
Share:

প্রশাসনিক বৈঠক। নিজস্ব চিত্র

আসন্ন গঙ্গাসাগর মেলায় তীর্থ যাত্রীদের বিভিন্ন পয়েন্টে থার্মাল চেকিংয়ের পাশাপাশি স্যানিটাইজ় করার ব্যবস্থা রাখা হয়েছে। বিশেষ কোভিড হাসপাতালেরও ব্যবস্থা হচ্ছে। সোমবার কলকাতায় শিশির মঞ্চে গঙ্গাসাগর মেলা নিয়ে এক বৈঠকে এ কথা জানান প্রশাসনের কর্তারা। বৈঠকে উপস্থিত ছিলেন ডিভিশনাল কমিশনার পৃথা সরকার, সুন্দরবন উন্নয়ন মন্ত্রী মন্টুরাম পাখিরা, জেলাশাসক পি উলগানাথন। রাজ্য পুলিশ, উপকূল রক্ষী বাহিনীর প্রতিনিধি, নৌবাহিনীর প্রতিনিধি, স্বাস্থ্য দফতর, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Advertisement


পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে জেলাশাসক জানান, করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে অন্যবারের তুলনায় এ বার অতিরিক্ত বাস, ভেসেলের ব্যবস্থা করা হচ্ছে। গঙ্গাসাগর মেলার প্রতিটি যাতায়াতের প্রবেশপথে তীর্থযাত্রীদের জন্য স্যানিটাইজ়ারের ব্যবস্থা রাখা হয়েছে। মুড়িগঙ্গায় অতিরিক্ত চরা পড়ায় জলযান চলাচলে যাতে ব্যাঘাত না ঘটে, সে জন্য গুরুত্ব দিয়ে ডেজিংয়ের ব্যবস্থা করা হচ্ছে। সরকার তীর্থযাত্রীদের জন্য ১০ লক্ষ মাস্ক তৈরি করছে বলে জানান জেলাশাসক। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনও আলাদা করে মাস্ক তৈরি করছেন
তীর্থযাত্রীদের জন্য।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement