মথুরাপুর ২ পঞ্চায়েতে সমিতি হাতছাড়া সিপিএমের

মথুরাপুর-২ পঞ্চায়েত সমিতি হাতছাড়া হল সিপিএমের। শুক্রবার দুপুরে সভাপতি পদের ভোটাভুটিতে তৃণমূল পায় ১৬টি ভোট। সিপিএম পায় ১৪টি। সভাপতি পদে নির্বাচিত হন তৃণমূলের পুতুল গায়েন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

রায়দিঘি শেষ আপডেট: ১৬ জুলাই ২০১৬ ০১:৫৩
Share:

মথুরাপুর-২ পঞ্চায়েত সমিতি হাতছাড়া হল সিপিএমের। শুক্রবার দুপুরে সভাপতি পদের ভোটাভুটিতে তৃণমূল পায় ১৬টি ভোট। সিপিএম পায় ১৪টি। সভাপতি পদে নির্বাচিত হন তৃণমূলের পুতুল গায়েন।

Advertisement

ওই পঞ্চায়েত সমিতিতে মোট আসন ৩২টি। গত ভোটে সিপিএমের দখলে ছিল ২১টি আসন। তৃণমূল পেয়েছিল ১০টি। এসইউসি পায় ১টি আসন। বোর্ড গড়ে সিপিএম। সভাপতি হন পীযূষ বৈরাগী।

দিন কয়েক আগে সিপিএমের ৭ সদস্য তৃণমূলে যোগ দিয়ে সভাপতির বিরুদ্ধে অনাস্থা আনেন। এ দিনের সভাপতির ভোটাভুটিতে তৃণমূলে যোগ দেওয়া এক সদস্য অনুপস্থিত ছিলেন। এসইউসি সদস্য ভোটভুটিতে থেকে বিরত ছিলেন।

Advertisement

পীযূষবাবুর সঙ্গে ফোনে যোগাযোগ করা যায়নি। রায়দিঘির সিপিএমের নেতা ইয়াসিন গাজির দাবি, ‘‘আমাদের দলের প্রতি সদস্য-পিছু ১০ লক্ষ টাকা খরচ করে এবং নানা প্রলোভন দেখিয়ে ওরা কিনে নিয়েছে।’’

সিপিএমের অভিযোগ উড়িয়ে দিয়ে তৃণমূলের ব্লক সভাপতি প্রদ্যুৎ প্রামাণিকের বক্তব্য, ‘‘ওদের দাবি কল্পনাপ্রসূত। রাজ্যের উন্নয়নে সামিল হতেই তৃণমূলে যোগ দিয়েছেন ওঁরা। আরও কয়েকজন সিপিএমের সদস্য দল ছাড়ার জন্য পা বাড়িয়েই আছেন।’’

আগ্নেয়াস্ত্র-সহ ধৃত। গুলি-ভর্তি আগ্নেয়াস্ত্র-সহ দুষ্কৃতীকে ধরল গোপালনগরের পুলিশ। বৃহস্পতিবার রাতে বেলতা বাইপাস এলাকা থেকে তাকে ধরা হয়। পুলিশ জানায়, ধৃতের নাম মৃন্ময় রায়। বাড়ি পাল্লায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement