পোশাক শিল্পে সঙ্কট, স্মারকলিপি

নোট বাতিলের ধাক্কায় বেসামাল বসিরহাটের পোশাক শিল্প। উৎপাদন কমে যাওয়ায় কাজ হারিয়েছেন অনেক শ্রমিক। ইতিমধ্যেই প্রশাসনের বিভিন্ন স্তরে বিষয়টি জানিয়ে শনিবার স্মারকলিপি দিল রেডিমেড গারমেন্টস ওয়ার্কার্স ইউনিয়ন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বসিরহাট শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৬ ০২:০৩
Share:

বন্ধ কারখানা। নিজস্ব চিত্র।

নোট বাতিলের ধাক্কায় বেসামাল বসিরহাটের পোশাক শিল্প। উৎপাদন কমে যাওয়ায় কাজ হারিয়েছেন অনেক শ্রমিক। ইতিমধ্যেই প্রশাসনের বিভিন্ন স্তরে বিষয়টি জানিয়ে শনিবার স্মারকলিপি দিল রেডিমেড গারমেন্টস ওয়ার্কার্স ইউনিয়ন।

Advertisement

আজ সোমবার উত্তর ২৪ পরগনার জেলাশাসকের দফতরের সামনে অবস্থান বিক্ষোভ করা হবে বলে জানিয়েছেন ওই সংগঠনের সদস্যেরা। তাঁদের আশঙ্কা, এই পরিস্থিতি চলতে থাকলে পোশাক তৈরি পুরোপুরি বন্ধ করে দিতে হবে।

প্রশাসন এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বসিরহাট মহকুমার ১০ ব্লকের প্রায় ১ লক্ষ মানুষ পোশাক শিল্পের সঙ্গে যুক্ত। স্থানীয় বাজারগুলিতে তো বটেই কলকাতার মেটিয়াবুরুজ, গার্ডেনরিচ, বড়বাজার, রাজারহাট-সহ রাজ্যের বিভিন্ন জায়গায় এই এলাকা থেকে পোশাক রফতানি করা হয়। বসিরহাটের শিল্পীদের তৈরি পোশাক বিদেশেও পাঠানো হয়েছে। কিন্তু ৫০০ এবং ১০০০ টাকার নোট বাতিলের পরে নগদের অভাবে নতুন পোশাক তৈরির পরিমাণ তলানিতে ঠেকেছে।

Advertisement

পোশাক ব্যবসায়ী বাদল মণ্ডল, পিয়ার আলি গাজি, সফিকুল ইসলাম, সওকত মোল্লাদের ক্ষোভ, ‘‘নোট বাতিলের পরে কলকাতার বড় ব্যবসায়ীদের কাছে নগদ টাকা কমে গিয়েছে। তাই অর্ডার কমেছে।

কাজ হারিয়ে অনাহার-অর্ধাহারে দিন কাটাচ্ছেন অনেকে।’’ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পোশাক ব্যবসার সঙ্গে যুক্ত শ্রমিকদের সরকারি উদ্যোগে ভাতা দাবি করেছেন তাঁরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement