বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের নিজস্ব চিত্র
খাসজমি ‘দখল’কে কেন্দ্র করে ২ পক্ষের মধ্যে বোমাবাজি চলল দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে৷ রবিবার সকালে বোমাবাজির ঘটনাটি ঘটেছে স্থানীয় খাকুড়দহ পঞ্চায়েতের মোমরেজগড় এলাকায়। ২ পক্ষের বেশ কয়েক জন জখম হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। ঘটনার প্রতিবাদে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। ঘটনায় জড়িত সন্দেহে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, খাসজমি দখলকে কেন্দ্র করে মোমরেজগড়ে ২ পক্ষের মধ্যে বিবাদ দীর্ঘ দিনের। রবিবার সকালে ২ পক্ষ বচসায় জড়িয়ে পড়ে। শুরু হয়ে যায় বোমাবাজি। খবর পেয়ে জয়নগর থানার পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনার পর থেকেই ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা রাস্তায় টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ দেখাতে শুরু করেন।
জয়নগর থানার আইসি অতনু সাঁতরার নেতৃত্বে পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে ৩ জনকে গ্রেফতার করে।