নিবিড় জনসংযোগ গড়ে তুলতে পুলিশের পক্ষ থেকে আয়োজন এক দিনের ক্যারম প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল রবিবার। গাইঘাটার সুটিয়ায় ওই প্রতিযোগিতা চলে সকাল থেকে রাত পর্যন্ত।
গাইঘাটার সুটিয়া এলাকা অতীতে দুষ্কৃতীদের দৌরাত্ম্যের জন্য কুখ্যাত ছিল। একের পর এক বাড়ির মেয়েদের তুলে এনে ধর্ষণ করে দুষ্কৃতীরা। সেই ‘সুটিয়া গণধর্ষণ কাণ্ড’ এক সময়ে রাজ্য জুড়ে শোরগোল ফেলেছিল। পুলিশ তদন্তে নেমে গ্রেফতার করে কয়েকজনকে। যাবজ্জীবন হয় তাদের। ওই মামলার অন্যতম সাক্ষী বরুণ বিশ্বাসকে গুলি করে খুন করেছিল দুষ্কৃতীরা। এ হেন সুটিয়ায় এখন অবশ্য দুষ্কৃতীদের রমরমা নেই। এলাকায় একটি পুলিশ ফাঁড়ি চালু হয়েছে। পুলিশের বক্তব্য, জনসংযোগের মাধ্যমে এলাকায় আইন-শৃঙ্খলা ঠিক রাখাই এই প্রতিযোগিতার উদ্দেশ্য।
৩২টি দল যোগ দিয়েছিল প্রতিযোগিতায়। হাবরা, বসিরহাট, বনগাঁ, মধ্যমগ্রাম, বারাসত, নবদ্বীপ থেকেও প্রতিযোগীরা এসেছিলেন। উত্তর ২৪ পরগনার অতিরিক্ত পুলিশ সুপার তরুণ হালদার, বনগাঁর এসডিপিও অনিল রায় এবং গাইঘাটা থানার ওসি অনুপম চক্রবর্তী উপস্থিত ছিলেন। খেলায় জয়ী হয়েছে বসিরহাটের আমিন মণ্ডল ও ফারুখ শেখের দল। ফাইনালে তারা পরাজিত করে গাইঘাটার সাইফুল শেখ ও সাদ্দাম হোসেনের দলকে।