যান-যন্ত্রণা: অপরিসর রাস্তায় গাড়ির সার। ছবি: অরুণ লোধ
গত বিধানসভা নির্বাচনের আগে প্রতিশ্রুতি মিলেছিল। কিন্তু প্রায় এক বছর হতে চললেও বজবজের চড়িয়াল মোড়ের রাস্তার সম্প্রসারণ হল না। ফলে গাড়ির সংখ্যা বৃদ্ধির সঙ্গে যানজট বাড়ছে। ভুগছেন নিত্যযাত্রীরা।
বজবজের গুরুত্বপূর্ণ মোড় চড়িয়াল। এখানে চড়িয়াল খালের উপরে একটি সেতু রয়েছে। ওই সেতু দিয়েই অসংখ্য গাড়ি যাতায়াত করে। কিন্তু সেতু এবং দু’ পাশের রাস্তাটি এতই সঙ্কীর্ণ যে যানজট লেগেই থাকে। তার উপর রাস্তার দু’ধারে দোকানের সার এবং হকারের ভিড়। পুলিশও জট ছাড়াতে হিমশিম খেয়ে যান।
দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ, বিষ্ণুপুর, বিড়লাপুর, নোদাখালিতে যেতে হলে এই রাস্তা ব্যবহার করতে হয়। এমনকী গঙ্গা পার করে হাওড়ার উলুবেড়িয়াতে যাওয়ার জন্য আছিপুর ঘাটে যেতে হলেও ব্যবহার করতে হয় চড়িয়াল মোড়। পাশেই একটি কলেজ ও হাসপাতালে লোক সমাগম যথেষ্ট হয়। এই এলাকা পড়ছে বজবজ বিধানসভার মধ্যে। মহেশতলা থেকে জিঞ্জিরাবাজার পর্যন্ত উড়ালপুলের কাজও শুরু হয়ে গিয়েছে। কিন্তু তার আগে থেকে তৈরি হওয়া চড়িয়ালের সমস্যা মেটাতে উদ্যোগ নেওয়া হলেও তা এখনও মিটল না।
কেন সম্প্রসারণের কাজে এত দেরি হচ্ছে? এক পুর-কর্তা জানান, প্রথমে ঠিক হয় সেতু সম্প্রসারণের কাজটি করবে কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। কিন্তু অর্থাভাবে তা আর হয়ে ওঠেনি। সম্প্রতি ঠিক হয়েছে পূর্ত দফতর কাজটি করবে। বজবজ পুরসভার ভাইস চেয়ারম্যান গৌতম দাশগুপ্ত বলেন, ‘‘শুধু রাস্তা সম্প্রসারণই নয়, পাশাপাশি একটি সেতুও তৈরি হতে পারে। সে রকম কথাই চলছে।’’ এই রাস্তা সম্প্রসারণের সঙ্গে যুক্ত পূর্ত দফতরের এক আধিকারিককে ফোন করা হলে তিনি অবশ্য কিছু বলতে চাননি।