Accident

সুন্দরবন বেড়াতে যাওয়ার পথে গাড়ি দুর্ঘটনায় পাথরপ্রতিমায় মৃত তিন

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম শোভন পড়ুয়া, চন্দ্রকান্ত সিও এবং তাঁর স্ত্রী পার্বতী সিও। তাঁদের সকলেরই বয়স ৩৫ বছরের আশেপাশে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২৪ ১৮:৩৬
Share:

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা ব্লকের পঞ্চমের বাজার সংলগ্ন এলাকায় গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হল তিন জনের। আহত প্রায় ২০ জন। তাঁদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম শোভন পড়ুয়া, চন্দ্রকান্ত সিও এবং তাঁর স্ত্রী পার্বতী সিও। তাঁদের সকলেরই বয়স ৩৫ বছরের আশেপাশে।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পাথরপ্রতিমার গঞ্জের বাজার এবং গয়াধাম এলাকার বেশ কয়েকটি পরিবার একটি সংস্থায় কাজ করে। সেই সংস্থার তরফে কর্মীদের সুন্দরবনের কৈখালিতে বেড়ানোর ব্যবস্থা করা হয়। সোমবার রাত প্রায় সাড়ে ১০টা নাগাদ দু’টি ম্যাটাডোরে চেপে ঝড়খালির উদ্দেশে রওনা দেন ৫০ জন। ঢোলা থানা এলাকায় একটি গাড়ির টায়ার ফেটে গেলে নিয়ন্ত্রণ হারান চালক। সেটি বিদ্যুখুঁটিতে ধাক্কা মেরে উল্টে যায়। শব্দ শুনে এলাকার মানুষজন ঘটনাস্থলে আসেন। আসে ঢোলাহাট এবং পাথরপ্রতিমা থানার পুলিশও।

আহতদের গদামথুরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে তিন জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। বাকিদের প্রাথমিক চিকিৎসা শুরু হয়। ন’জনের অবস্থার অবনতি হয়। তাঁদের ডায়মন্ড হারবারে স্থানান্তরিত করা হয়। কয়েক জনকে স্থানীয় নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। হতাহতেরা সকলে পাথরপ্রতিমার বাসিন্দা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement