টুকরো খবর

সুন্দরবন কৃষ্টি মেলা ও লোকসংস্কৃতি উৎসব পা দিল ১৯ বছরে। বাসন্তীর কুলতলিতে শনিবার মেলার উদ্বোধন করেন ন্যাশনাল সিডিউল ট্রাইব ফাইন্যান্স ডেভেলপমেন্ট কর্পোরেশনের চেয়ারম্যান জি রমেশ কুমার। উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ মনোহর তিরকি, বাসন্তীর বিধায়ক সুভাষ নস্কর। আগামী ২৯ ডিসেম্বর পর্যন্ত চলা এই মেলায় ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের লোকসংস্কৃতির সঙ্গে সুন্দরবনের সংস্কৃতির মেলবন্ধন ঘটাতে থাকছে যাত্রা, নাচ-গানের অনুষ্ঠান।

Advertisement
শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০১৪ ০০:১১
Share:

লোকসংস্কৃতি উৎসবের সূচনা
নিজস্ব সংবাদদাতা • বাসন্তী

Advertisement

সুন্দরবন কৃষ্টি মেলা ও লোকসংস্কৃতি উৎসব পা দিল ১৯ বছরে। বাসন্তীর কুলতলিতে শনিবার মেলার উদ্বোধন করেন ন্যাশনাল সিডিউল ট্রাইব ফাইন্যান্স ডেভেলপমেন্ট কর্পোরেশনের চেয়ারম্যান জি রমেশ কুমার। উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ মনোহর তিরকি, বাসন্তীর বিধায়ক সুভাষ নস্কর। আগামী ২৯ ডিসেম্বর পর্যন্ত চলা এই মেলায় ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের লোকসংস্কৃতির সঙ্গে সুন্দরবনের সংস্কৃতির মেলবন্ধন ঘটাতে থাকছে যাত্রা, নাচ-গানের অনুষ্ঠান। মেলা কমিটির চেয়ারম্যান লোকমান মোল্লা বলেন, “সুন্দরবনবাসীর গণচেতনা, শিক্ষা ও সংস্কৃতির বিকাশে শান্তি-সম্প্রীতি ও স্বনির্ভরতার লক্ষ্যকে সামনে রেখে এই উৎসবের জন্ম।”

Advertisement

বাগদায় ধৃত পোস্টমাস্টার
নিজস্ব সংবাদদাতা • বাগদা

লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগে এক পোস্টমাস্টারকে গ্রেফতার করল পুলিশ। শনিবার রাতে দিলীপকুমার ধর নামে ওই ব্যক্তিকে বাগদার মোস্তাফাপুর গ্রাম থেকে ধরা হয়। রবিবার বিচারক তাঁকে ১৪ দিন জেলহাজতের নির্দেশ দেন। সরকারি আইনজীবী সমীর দাস জানান, দিলীপ প্রথমে মালিদা গ্রামীণ ডাকঘরে পিওনের কাজ করতেন। ওই ডাকঘরের পোস্টমাস্টার মারা যাওয়ায় দিলীপ ওই পদের দায়িত্ব পান। সে সময়ে কয়েক জন গ্রাহক ডাকঘরে সেভিংস অ্যাকাউন্টে টাকা রেখেছিলেন। অভিযোগ, সেই টাকা গ্রাহকেরা পাননি। এই ঘটনায় গত ২০ অক্টোবর থানায় অভিযোগ দায়ের করা হয়।

গাঁজা-সহ ধৃত ১

২৪ কেজি গাঁজা-সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। শনিবার রাতে হাবরার বেলগড়িয়া এলাকা থেকে আনন্দ হালদার নামে ওই ব্যক্তিকে ধরা হয়। বাড়ি গণদীপায়ণ এলাকায়। পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তির নামে ২০০৭ সালে এলাকারই বাসিন্দা তাপস কর্মকার ওরফে লালুকে খুনের অভিযোগও ছিল। তা ছাড়া, তোলাবাজি-সহ বহু দুষ্কৃতীমূলক কাজের সঙ্গে জড়িত আনন্দ।


শ্যামনগরে বসে আঁকো প্রতিযোগিতা।


কল্যাণী এক্সপ্রেসওয়েতে একের পর এক দুর্ঘটনাতেও হুঁশ ফেরে না মানুষের। হেলমেট ছাড়াই চলছে যাতায়াত। ছবি: সজল চট্টোপাধ্যায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement