টুকরো খবর

পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই ব্যাক্তির। শুক্রবার দুপুর দু’টো নাগাদ ঘটনাটি ঘটেছে কল্যাণী এক্সপ্রেসওয়ের সাহেব মোড়ে। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম বিপুল বিশ্বাস (৩৪) ও নারায়ণ বারুই (২৮)। দুজনেরই বাড়ি নৈহাটির ৬বিজয় নগরে। বিপুল পেশায় মাংস বিক্রেতা ও নারায়ণ গাড়ি চালক ছিলেন।

Advertisement
শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০১৪ ০০:৪০
Share:

নৈহাটিতে দুঘর্টনায় মৃত ২

Advertisement

নিজস্ব সংবাদদাতা • ব্যারাকপুর

পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই ব্যাক্তির। শুক্রবার দুপুর দু’টো নাগাদ ঘটনাটি ঘটেছে কল্যাণী এক্সপ্রেসওয়ের সাহেব মোড়ে। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম বিপুল বিশ্বাস (৩৪) ও নারায়ণ বারুই (২৮)। দুজনেরই বাড়ি নৈহাটির ৬বিজয় নগরে। বিপুল পেশায় মাংস বিক্রেতা ও নারায়ণ গাড়ি চালক ছিলেন। পুলিশ সূত্রে খবর, এ দিন মোটরবাইকে চেপে তারা কল্যাণী এক্সপ্রেসওয়ের সাহেব কলোনি মোড় থেকে আদহাটা রোড দিয়ে বাড়ির দিকে ফিরছিলেন। সে সময়ে উল্টোদিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। হেলমেটহীন দুই বাইক আরোহী রাস্তায় ছিটকে পড়েন। দুই যুবককে নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্‌সকেরা দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন। পুলিশ দু’টি দেহ ময়না তদন্তে পাঠিয়েছে। স্থানীয় বাসিন্দারা জানায় রাস্তা ফাঁকা পেয়ে গাড়িটি পালিয়েছে।

Advertisement

রাস্তা সংস্কারের উদ্বোধনে সাংসদ, বিধায়ক

নিজস্ব সংবাদদাতা • বসিরহাট

ফিতে কেটে, মোমবাতি জালিয়ে দেগঙ্গার বক্সিরহাটি থেকে কলসুরের মধ্যে পিচ রাস্তার কাজ শুরু হল। বৃহস্পতিবার এর উদ্বোধনে হাজির ছিলেন বারাসতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষদস্তিদার, দেগঙ্গার তৃণমূল বিধায়ক এম নুরুজ্জামান, জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নারায়ণ গোস্বামী প্রমুখ। দেগঙ্গার চাকলা পঞ্চায়েতের বক্সিরহাটি, দক্ষিণপারঘাটা, বেলিয়াঘাটা এবং কলসুরের মধ্যে দীর্ঘ ৭ কিলোমিটার পিচ রাস্তার দাবিতে বাসিন্দারা দীর্ঘদিন ধরে আন্দোলন করছিলেন। রাস্তাটি পিচের হলে এলাকার কয়েক হাজার মানুষ উপকৃত হবেন। এ দিন প্রায় ৩ কোটি ৬০ লক্ষ টাকা ব্যয়ে ওই রাস্তার কাজ শুরু হল বলে ঘোষণা করেন বিধায়ক। তিনি বলেন, “রাস্তাটির জন্য পঞ্চায়েত মন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী সকলকেই বলা হয়েছিল।” সাংসদ বলেন, “রাস্তার কাজে যাতে কোনও রকম বাধা না আসে, তা সকলকে দেখতে হবে।” পূর্ত কর্মাধ্যক্ষ জানান, “রাস্তাটি প্রায় ৩০ ফুট চওড়া হবে।”

বাসন্তীতে বিজেপি সমর্থকের বাড়িতে আগুন

আগুনে ভস্মীভূত হল বিজেপি সমর্থক তিন ভাইয়ের। বুধবার রাতে ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর কলাহাজরা গ্রামে। বিজেপি-র অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই কাজ করেছে। পুলিশ জানিয়েছে, বিজেপি-র অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছে। এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, এ দিন রাতে গ্রামের বিজেপি সমর্থক ইব্রাহিম মোল্লা, মইনুদ্দিন মোল্লা, আমিনুদ্দিন মোল্লার বাড়িতে আগুন লাগে। আমিনুদ্দিনের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। গ্রামবাসীর চেষ্টায় আগুন নিভিয়ে ফেলা হয়। আমিনুদ্দিন বলেন, “লোকসভা ভোটের সময় থেকে আমরা তিন ভাই বিজেপি-র সমর্থক। এ জন্য তৃণমূলের লোকজন আমাদের নানাভাবে হুমকি দিচ্ছিল। কিছুদিন আগে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আমাদের বাড়িতে বোমাও মারে। এ বার আগুন লাগিয়ে দিল।” অভিযোগ অস্বীকার করে গোসাবার তৃণমূল বিধায়ক জয়ন্ত নস্কর বলেন, “ওরা মিথ্যা অভিযোগ করছে। এরকম কোনও ঘটনার সঙ্গে আমাদের দলের কেউ জড়িত নয়। আমাদের বদনাম করতেই এসব রটানো হচ্ছে।”

লরির ধাক্কায় মৃত কিশোর

লরির ধাক্কায় মৃত্যু হল ছাত্রের। বৃহস্পতিবার দুর্ঘটনাটি ঘটেছে বাদুড়িয়ায়। পুলিশ জানিয়েছে, মৃত সাহারাজ হোসেন (১৪) স্থানীয় জোড়া অশ্বত্থতলার বাসিন্দা। স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেিইতে পড়ত। ছাত্রের মৃত্যুতে ক্ষুব্ধ জনতা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। পুলিশ জানিয়েছে, এ দিন দুপুরে সাইকেলে করে মোবাইল রিচার্জ করতে যাচ্ছিল সাহারাজ। ওই সময়ে একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা মারলে সে সাইকেল থেকে ছিটকে পড়ে। লরির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। ঘটনার পর চালক ও খালাসি লরি ফেলে পালায়। মৃতের পরিবারকে ক্ষতিপূরণ এবং লরি চালকের শাস্তির দাবিতে জনতা অবরোধ করলে খোলাপোতা-বাদুড়িয়া রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশের মধ্যস্থতায় অবরোধ ওঠে। দেহ ময়না তদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement