অনাস্থায় অপসারিত হলেন পঞ্চায়েত প্রধান
নিজস্ব সংবাদদাতা • ডায়মন্ড হারবার
দলীয় উপপ্রধান-সহ অন্য সদস্যদের আনা অনাস্থা প্রস্তাবের উপরে ভোটাভুটিতে হেরে গেলেন সিপিএম প্রধান। মঙ্গলবার দুপুরে ডায়মন্ড হারবার-১ ব্লকের নেতড়া পঞ্চায়েতে ওই ভোটাভুটি হয়। উপপ্রধান রাজিবুদ্দিন গাজি প্রধান নির্বাচিত হয়েছেন বলে প্রশাসন সূত্রের খবর। পঞ্চায়েত ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই পঞ্চায়েতে মোট আসন সংখ্যা ১৭। গত পঞ্চায়েত নির্বাচনে সিপিএম ১০টি ও তৃণমূল ৭টি আসন পায়। প্রধান হন কৃষ্ণা মল্লিক। মাস খানেক আগে প্রধানের বিরুদ্ধে দলেরই উপপ্রধান রাজিবুদ্দিন-সহ ৬ জন সদস্য অনাস্থা আনেন। রাজিবুদ্দিন জানান, তাঁরা ৭ জন তৃণমূলে যোগ দিয়ে প্রধানের বিরুদ্ধে অনাস্থা এনেছিলেন। মন্ত্রী গিয়াসউদ্দিন মোল্লা বলেন, “পূর্ববর্তী প্রধানের বিরুদ্ধে পঞ্চায়েত অনাস্থা আনায় এই ভোট হয়। প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন রাজিবুদ্দিন।”
গাইঘাটায় নাবালিকাকে ধর্ষণ, ধৃত ১
নিজস্ব সংবাদদাতা • গাইঘাটা
নাবালিকাকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। সোমবার বিকেলে গাইঘাটার হাসপুর গ্রামের ঘটনা। পুলিশ জানিয়েছে ধৃত যুবকের নাম অয়ন মল্লিক। বাড়ি ওই এলাকারই ঘোঁজা গ্রামে। মঙ্গলবার রাতে পুলিশ তাকে ধরে। বিচারক তাকে ৭ দিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। অভিযোগ, বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে একটি অন্ধকার ফাঁকা মাঠে বছর সতেরোর ওই কিশোরীকে ধর্ষণ করা হয়। পরে মেয়েটিকে বাইকে করে বাড়ির সামনে ফেলে দিয়ে যায় অয়ন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অয়নের সঙ্গে মেয়েটির পরিচয় ছিল। কিন্তু সম্পর্ক ভেঙে যাওয়ার জেরেই এমন কাণ্ড করেছে ওই যুবক। মেয়েটির বাবার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় যুবককে।
বোমা বাঁধতে গিয়ে বাসন্তীতে জখম ১
নিজস্ব সংবাদদাতা • বাসন্তী
বোমা বাঁধতে গিয়ে জখম হল এক ব্যক্তি। বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে বাসন্তীর ৪ নম্বর গড়ানবোস এলাকায়। তবে পুলিশ আসার আগেই জখম ব্যক্তিকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। কোথায় নিয়ে যাওয়া হয়েছে, তা খোঁজ করছে পুলিশ। তৃণমূলের কোনও নেতার নির্দেশেই বোমা বাঁধা হচ্ছিল বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান। স্থানীয় মানুষের অভিযোগ, বেশ কিছু দিন ধরেই ওই এলাকার এক ব্যাক্তির জমি হাতানোর চেষ্টা করছেন এক তৃণমূল নেতা। এ প্রসঙ্গে গোসাবার বিধায়ক তৃণমূলের জয়ন্ত নস্কর বলেন, “এ রকম কোনও ঘটনার কথা আমি জানি না। দলের কেউ জড়িত কিনা, তা খতিয়ে দেখা হবে।”
পানিফলে কীটনাশক ছড়াচ্ছেন এক চাষি। বেলিয়াঘাটায় সুদীপ ঘোষের তোলা ছবি।