খুনের ঘটনায় গ্রেফতার দুষ্কৃতী
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট
হাসানুর গাজি খুনের ঘটনায় জড়িত আনারুল মণ্ডল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে বাদুড়িয়া থানার পুলিশ। এক সূত্রে খবর পেয়ে কাটিয়াহাট এলাকা থেকে আনারুলকে গ্রেফতার করা হয়। রবিবার তাকেও আদালতে তোলা হলে বিচারক ৮ দিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। পুলিশ জানায়, ২০১৩ সালে পঞ্চায়েত নির্বাচনের আগে আটুরিয়া গ্রামের বাসিন্দা হাসানুর গাজি নামে এক ব্যক্তি খুন হন। পুলিশের দাবি, দীর্ঘদিন থেকে তদন্ত চালিয়েও হাসানুর খুনের আসামীকে গ্রেফতার করা সম্ভব হচ্ছিল না। কারণ খুনের পরেই সে কেরলে পালিয়ে যায়। দিন দ’শেক আগে ফেরে। এরপরেই তাকে ধরা হয়। দিন তিনেক আগে আটুরিয়া গ্রামের চাল ব্যবসায়ী সাফিনুর গাজি আশীর্বাদের আগের দিন খুন হন। সাফিনুরের জ্যাঠতুতো ভাই ছিলেন হাসানুর। এই খুনের তদন্তে নেমে পুলিশ শাসনে বাড়ি এক দুষ্কৃতীর খোঁজ পায়। তার বিরুদ্ধে বেশ কয়েকটি খুন, ডাকাতি এবং ছিনতাইয়ের অভিযোগ আছে বলে পুলিশ জানায়। শাসনে বাড়ি হলেও এই এলাকাতে তোলা আদায় থেকে শুরু করে খুনের হুমকি দেওয়ারও অভিযোগ আছে তার বিরুদ্ধে। ওই দুষ্কৃতী আনারুলের সঙ্গে যুক্ত হয়ে সাফিনুরকে খুন করেছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।
বিজেপির সমালোচনায় জাভেদ
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট
সিবিআইকে যারা ব্যবহার করছে, তাদের মুখে চুন-কালি ঘষা হবে বলে মন্তব্য করলেন দমকলমন্ত্রী জাভেদ খান। বিজেপির তীব্র সমালোচনাও করেছেন তিনি। রবিবার বাদুড়িয়ার চণ্ডীপুরে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের অনুষ্ঠানে এসেছিলেন মন্ত্রী। রাজ্য সরকারের উন্নয়নের নানা ফিরিস্তি দিয়ে তাঁর দাবি, “এক দল কুচক্রী কেবল মিথ্যা প্রচার করে চলেছে।” বসিরহাটের সাংসদ ইদ্রিশ আলি বলেন, “কেবল ভাগ-ভাগ করে কিছু হবে না। সামনেই উপনির্বাচনে ওদের জামানত বাজেয়াপ্ত হবে। তখন আর দিল্লির কয়েক জন নেতা উড়ে আসতে পারবে না। এ রাজ্যে মানুষ ওদের ভাগিয়ে দেবে।” জেলার চল্লিশটি স্বেচ্ছাসেবী সংগঠনের তরফে প্রতিবন্ধীদের হাতে ট্রাই সাইকেল, মহিলাদের সেলাই মেশিন, দুঃস্থ ছাত্রছাত্রীদের আর্থিক সাহায্য করা হয় ওই অনুষ্ঠানে।
দুষ্কৃতী গ্রেফতার
মোবাইলের দোকানে ডাকাতির তদন্তে নেমে এক দুষ্কৃতীকে পাকড়াও করল হাড়োয়া থানার পুলিশ। শনিবার রাতে তাকে ধরা হয়। পুলিশ জানায়, ধৃতের নাম নিজামউদ্দিন মোল্লা। তার বিরুদ্ধে উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন এলাকাতে ডাকাতির অভিযোগ রয়েছে। রবিবার ধৃতকে বসিরহাটের এসিজেএম আদালতে তোলা হলে বিচারক তাকে ১৪ দিন জেলহাজতের নির্দেশ দেন। পুলিশ জানতে পারে, পরিচয় গোপন করে নিজামউদ্দিন হাড়োয়া এলাকাতেই ঘাঁটি বেঁধেছে। এমনকী, এই এলাকার এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির পরিকল্পনাও করছে সে। হাড়োয়ার পুলিশ গিয়ে ওই ঘাঁটি ঘিরে ফেলে। সেখান থেকে আর সে পালাতে পারেনি।
প্রহৃত শিক্ষকের পাশে ‘আক্রান্ত আমরা’
—নিজস্ব চিত্র
কাকদ্বীপের প্রহৃত শিক্ষক গৌতম মণ্ডলের বাড়িতে গেলেন ‘আক্রান্ত আমরা’-র সদস্যেরা। রবিবার সকালে গৌতমবাবুকে ওই সংগঠনের সদস্য হওয়ার ফর্মও দেওয়া হয়। সংগঠনের প্রতিনিধি দলে ছিলেন অম্বিকেশ মহাপাত্র, শিলাদিত্য চৌধুরী, মৌসুমী কয়াল-সহ অনেকে। প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে গৌতমবাবুর ভাষণ পছন্দ না হওয়ায় তাঁকে স্কুলেই মারধর করা হয় বলে অভিযোগ। অভিযুক্তেরা আবার শাসক দলের ঘনিষ্ঠ বলেই পরিচিত। এখনও তিনি সপরিবার আতঙ্কে আছেন বলে জানিয়েছেন গৌতমবাবু।
ফের ঘিরে ধরল কুয়াশা।