টুকরো খবর

বাইক পার্কিং নিয়ে জেলার এক যুব মোর্চা নেতাকে মারধর করার অভিযোগ উঠল দুই ভিলেজ পুলিশের বিরুদ্ধে। সোমবার উস্তির পুরনো থানার সামনের বাজারে এই ঘটনার জেরে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি সমর্থকেরা। এ দিন সকাল সাড়ে ৯টা থেকে অবরোধ শুরু হয়। প্রায় দু’ঘণ্টা অবরোধ চলে।

Advertisement
শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০১৪ ০২:৩০
Share:

বিজেপি নেতাকে মারধরে অভিযুক্ত ভিলেজ পুলিশ
নিজস্ব সংবাদদাতা • উস্তি

Advertisement

বাইক পার্কিং নিয়ে জেলার এক যুব মোর্চা নেতাকে মারধর করার অভিযোগ উঠল দুই ভিলেজ পুলিশের বিরুদ্ধে। সোমবার উস্তির পুরনো থানার সামনের বাজারে এই ঘটনার জেরে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি সমর্থকেরা। এ দিন সকাল সাড়ে ৯টা থেকে অবরোধ শুরু হয়। প্রায় দু’ঘণ্টা অবরোধ চলে। পরে ফলতার ডিএসপি এলাকায় গিয়ে পরিস্থিতি সামাল দেন। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, এ দিন সকালে বাজার করতে গিয়ে বাইক রাস্তা থেকে অনেকটা দূরেই পার্কিং করেছিলেন প্রতাপ হাজরা নামে বিজেপি-র ওই নেতা। অভিযোগ, উস্তি থানার দুই ভিলেজ পুলিশ কর্মী তাঁকে লাঠি দিয়ে মারধর করে। এই অভিযোগ অস্বীকার করে উস্তি থানা জানিয়েছে, এ দিন ডিউটিতে থাকাকালীন দুই ভিলেজ পুলিশকর্মীকেই বরং মারধর করে বিজেপির লোকজন। বিজেপি নেতাদের অভিযোগ, প্রশাসনের একটি অংশকে ব্যবহার করেই তৃণমূল এলাকার বিজেপি নেতা-কর্মীদের মারধর করছে। সে কথা অবশ্য মানতে চাননি শাসক দলের স্থানীয় নেতারা।

Advertisement

ন’বছরে পা দিল বসিরহাট উত্‌সব
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট

চলছে বসিরহাট উত্‌সব। শনিবার বসিরহাটের বিএসএসএ ময়দানে উত্‌সবের নবম বছরের উদ্বোধন করেন সাংসদ ইদ্রিস আলি। উপস্থিত ছিলেন ফুটবলার দীপেন্দু বিশ্বাস-সহ বিশিষ্ট ব্যক্তিরা। উত্‌সব কমিটির পক্ষে কৌশিক ঘোষ বলেন, “এ বারের মেলায় বই, চাষের সরঞ্জাম-সহ বিভিন্ন বিষয়ের উপর ৮৫টি স্টল করা হয়েছে। দশ দিনের এই মেলায় শিশু-কিশোরদের জন্য থাকছে বিভিন্ন বিনোদনমূলক খেলার আয়োজন। এ ছাড়াও বিভিন্ন দিনে থাকছে স্থানীয় ও বাইরের শিল্পীদের নিয়ে অনুষ্ঠান।

দুর্ঘটনায় জখম ৫

ট্রাক ও যাত্রিবাহী ছোট গাড়ির মুখোমুখি ধাক্কায় গুরুতর আহত হলেন গাড়ির চালক-সহ ৫ জন। মঙ্গলবার বেলা ২টো নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে বাগদা থানার নঞ্চেপোতা নিমতলা এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বয়রার কুলনন্দপুরের বাসিন্দা সাবিয়ান মণ্ডল, জাহিমা মণ্ডল, রফিক মণ্ডল এবং রেহানা মণ্ডল ওই গাড়িতে করে বনগাঁয় ডাক্তার দেখাতে যাচ্ছিলেন। গাড়ির চালক অসীম মণ্ডলও ওই এলাকারই বাসিন্দা। নঞ্চেপোতার কাছে উল্টো দিক থেকে আসা একটি দশ চাকার ট্রাক স্টিয়ারিং হুইল ভেঙে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটিকে ধাক্কা মারে। চালক-সহ জখম গাড়ির বাকি চার যাত্রীকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে বাগদা গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাঁদের বনগাঁ মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ট্রাকের চালক ও খালাসি পলাতক।

চোলাই মদের ঠেক উচ্ছেদ

চোলাই মদের চারটি ঠেক ভেঙে প্রায় ৫০ ব্যারল চোলাই নষ্ট করলেন বাসিন্দারা। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে সহরাহাট বাজারে। এ দিন এলাকার মহিলা ও পুরুষেরা মিলে এই কাজ করেন। পুলিশকে বার বার বলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। পুলিশ অবশ্য দাবি করেছে, এ বিষয়ে কোনও অভিযোগ তাদের কাছে আসেনি।

কোথায় কী

বুধবার সন্ধ্যা ৫টা: দলগত নৃত্যানুষ্ঠান। পরিবেশনায় মুক্ত আলো, সেন্ট্রাল ক্লাব, রিদম ডান্স অ্যাকাডেমি, তালছন্দ, লহরী।
সন্ধ্যা ৭টা: প্রসেনজিত্‌ বর্মণ এবং জি বাংলার শিল্পীদের গান। স্থান: নৈহাটি রেলওয়ে ময়দানের নৈহাটি উত্‌সবে।

কুয়াশায় ঢাকা ইছামতী। মঙ্গলবার ভোরে হাসনাবাদে ছবিটি তুলেছেন নির্মল বসু।

গত ১৫ ডিসেম্বর পেট্রাপোল সীমান্ত থেকে ধৃত বাংলাদেশের ফরিদপুর জেলার বাসিন্দা মহম্মদ বরকতউল্লা এবং তার সূত্রেই
দিল্লি থেকে ধৃত আরও এক সন্দেহভাজন বাংলাদেশি মহম্মদ আরিফকে মঙ্গলবার বনগাঁ মহকুমা আদালতে হাজির করানো হয়।
বিচারক তাদের ১৪ দিন জেলহাজতে রাখার নির্দেশ দিয়েছেন। পুলিশ জানিয়েছে, ধৃতদের নামে দেশের বিরুদ্ধে
ষড়যন্ত্র করার মামলা দায়ের করা হয়েছে। জেহাদি নথিপত্রও মিলেছে তাদের কাছে।—নিজস্ব চিত্র।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement