টুকরো খবর

ফুটব্রিজের দাবিতে রেল অবরোধের জেরে দুর্ভোগে পড়লেন নিত্যযাত্রীরা। শনিবার সকাল ন’টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত বজবজ স্টেশনে অবরোধ চলে। পুলিশ জানায়, দিনের ব্যস্ত সময়ে অবরোধে ক্ষুব্ধ যাত্রীদের একাংশ বজবজ লাগোয়া নুঙ্গি স্টেশনে ভাঙচুর চালান। পুলিশ গিয়ে পরিস্থিতি সামলায়। অবরোধকারীদের অভিযোগ, ঝুঁকি নিয়ে লাইন পার হতে হয়। এ বছরই ফুটব্রিজ নির্মাণের জন্য মাপজোক করা হয়। কিন্তু এখনও কাজ শুরু হয়নি।

Advertisement
শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০১৪ ০০:০০
Share:

অবরোধ, দুর্ভোগ
নিজস্ব সংবাদদাতা • কলকাতা

Advertisement

ফুটব্রিজের দাবিতে রেল অবরোধের জেরে দুর্ভোগে পড়লেন নিত্যযাত্রীরা। শনিবার সকাল ন’টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত বজবজ স্টেশনে অবরোধ চলে। পুলিশ জানায়, দিনের ব্যস্ত সময়ে অবরোধে ক্ষুব্ধ যাত্রীদের একাংশ বজবজ লাগোয়া নুঙ্গি স্টেশনে ভাঙচুর চালান। পুলিশ গিয়ে পরিস্থিতি সামলায়। অবরোধকারীদের অভিযোগ, ঝুঁকি নিয়ে লাইন পার হতে হয়। এ বছরই ফুটব্রিজ নির্মাণের জন্য মাপজোক করা হয়। কিন্তু এখনও কাজ শুরু হয়নি। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক রবি মহাপাত্র বলেন, “ওখানে ফুটব্রিজ করা যাবে কি না, বিশেষজ্ঞদের খতিয়ে দেখতে বলা হয়েছে। তা ছাড়া অর্থেরও প্রয়োজন।” পূর্ব রেল সূত্রে খবর, অবরোধের জেরে ওই লাইনে আটটি ট্রেন বাতিল করতে হয়।

Advertisement

বাংলাদেশি গ্রেফতার
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট

ভুয়ো নথির মাধ্যমে সরকারি পরিচয়পত্র নিয়ে ভারতে বসবাসের অভিযোগে এক বাংলাদেশিকে গ্রেফতার করেছে পুলিশ। সৈয়দ আলি নওয়াজ নামে বছর আটচল্লিশের ওই ব্যক্তিকে শুক্রবার বিকেলে বাদুড়িয়া খাসপুর গ্রাম থেকে ধরা হয় বলে জানান বসিরহাটের এসডিপিও অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। শনিবার তাকে বসিরহাটের এসিজেএম আদালতে তোলা হলে বিচারক ছ’দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। এর আগেও বসিরহাটের ইটিন্ডার ঘোজাডাঙা সীমান্ত দিয়ে মেয়াদ উত্তীর্ণ পাসপোর্ট নিয়ে অবৈধ ভাবে বাংলাদেশে যাওয়ার সময় বিএসএফের হাতে একবার ধরা পড়েছিলেন ওই ব্যক্তি। সৈয়দের কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ নথি মিলেছে। যা তদন্তের স্বার্থে এই মুহূর্তে বলা সম্ভব নয় বলে জানায় পুলিশ। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানায়, ওই ব্যক্তির আদি বাড়ি বাংলাদেশের ঢাকার মকবাজার এলাকায়। তাকে জেরা করতে আসতে পারেন কেন্দ্র ও রাজ্য গোয়েন্দারা।

কিশোরীকে ধর্ষণে গ্রেফতার হল যুবক

নিজস্ব সংবাদদাতা • বাসন্তী

কিশোরীকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী যুবককে গ্রেফতার করল বাসন্তী থানার পুলিশ। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে বাসন্তী থানার গদখালিতে। পুলিশ জানিয়েছে, কিশোরীর মায়ের অভিযোগের ভিত্তিতে শুক্রবার কালীপদ হালদার নামে ওই যুবককে গ্রেফতার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, ওই দিন দুপুরে বছর পনেরোর ওই কিশোরী বাড়ির পাশের একটি নলকূপে জল আনতে যায়। সে সময়ে কালীপদ তাকে এক বালতি জল দিয়ে যাওয়ার জন্য ডাকে। তা দিতে গেলে ফাঁকা বাড়িতে কিশোরীকে জোর করে টেনে নিয়ে গিয়ে তার উপরে অত্যাচার করা হয় বলে অভিযোগ। এ কথা কাউকে না জানানোর হুমকিও দেয় ওই যুবক। বাড়িতে ফিরে কিশোরী অসুস্থ হয়ে পড়লে মাকে সে সব কথা জানায়। এ দিন বিকেলে থানায় লিখিত অভিযোগ জানালে পুলিশ তাকে গ্রেফতার করে। ক্যানিং হাসপাতালে ওই কিশোরীর শারীরিক পরীক্ষা করানো হয়েছে।

ওভারলোডিং বন্ধের দাবি ট্রাক সংগঠনের

নিজস্ব সংবাদদাতা • বনগাঁ

ট্রাক ওভারলোডিং বন্ধ করার ডাক দিল অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটর্স অ্যাসোসিয়েশন। শুক্রবার বনগাঁ শহরে এই সংগঠনের ১২ তম সম্মেলন হল। এ দিন সম্মলনে ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটস অ্যাসোসিয়েশনের সভাপতি মহেন্দ্র সিংহ গিল বলেন, “ব্যবসা বাঁচাতে হলে এক জোট হয়ে ওভারলোডিংয়ের বিরুদ্ধে আন্দোলন শুরু করুন। কারণ সরকার থেকে কোনও ভাবেই ওভারলোডিং বন্ধ করবে না।” এ প্রসঙ্গে উদ্যোক্তা সংগঠনের কর্তা অশোকদেব নাথ বলেন, “ওভারলোডিংয়ের জন্য ট্রাকের ক্ষতি হয়। পরিবেশ দূষিত হচ্ছে। ফলে ট্রাক মালিকেরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন।” বনগাঁয় একটি এআরটিএ অফিস শীঘ্রই চালু হবে। সেই সূত্রে ওভারলোডিং বন্ধ করা হবে বলে আশা প্রকাশ করেছেন জেলা আঞ্চলিক পরিবহণ সংস্থার সরকারি প্রতিনিধি গোপাল শেঠ। তা ছাড়া, এ দিনের সম্মেলনে যানজট সমস্যা ও যশোহর রোড সম্প্রসারণের দাবি তোলা হয়েছে।

অনাস্থা ভোটে হার সিপিএম প্রধানের

নিজস্ব সংবাদদাতা • কুলপি

অনাস্থা ভোটাভুটিতে হেরে গেলেন সিপিএমের প্রধান। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে কুলপি ব্লকের রাজারামপুর পঞ্চায়েতে। ব্লক ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পঞ্চায়েতে মোট আসন সংখ্যা ১৯টি। নির্বাচনে সিপিএম ১১টি এবং তৃণমূল ৮টি আসন পেয়েছিল। সে সময়ে সংখ্যা গরিষ্ঠ সিপিএম বোর্ড গঠন করে। প্রধান হন জয়দেব করণ। প্রধানের বিরুদ্ধে দুর্নীতি, উন্নয়নের কাজ বন্ধ-সহ নানা অভিযোগ তুলে ৮ তৃণমূল সদস্যের সঙ্গে ২ জন সিপিএমের সদস্য জোট বেঁধে অনাস্থা আনেন।

বধূকে ধর্ষণ, ধৃত স্বামীর বন্ধ

বন্ধু বাড়ি ছিল না। সেই সুযোগে ঘরে ঢুকে তাঁর স্ত্রীকে ধর্ষণ করার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। হাড়োয়ার খাসবালান্দা গ্রামে সোমবার রাতে এই ঘটনার পর এলাকা ছেড়ে পালায় অমল দাস নামে ওই ব্যক্তি। মঙ্গলবার বধূর কাছ থেকে অভিযোগ পেয়ে বৃহস্পতিবার সকালে পুলিশ গ্রেফতার করে অমলকে। তাকে এ দিন বসিরহাটের এসিজেএম আদালতে তোলা হলে বিচারক ১৪ দিন জেলহাজতের নির্দেশ দেন। পুলিশ জানিয়েছে, হাড়োয়ার খাসবালান্দা গ্রামের বাসিন্দা অমল পেশায় বিমা কর্মী। বন্ধু হওয়ার সুবাদে অমলের প্রায়ই যাতায়াত ছিল ওই বধূর বাড়িতে। অভিযোগ, গত সোমবার বন্ধুর অবর্তমানে জরুরি প্রয়োজনের অজুহাতে তাঁদের বাড়িতে যায় অমল। এরপরে খুনের হুমকি দিয়ে বন্ধুর স্ত্রীকে সে ধর্ষণ করে বলে অভিযোগ। স্বামী বাড়িতে ফিরলে তাঁকে সব বলে পরের দিন হাড়োয়া থানায় বধূ অভিযোগ করলে পুলিশ অমলকে গ্রেফতার করে।

কোথায় কী

২৭ ডিসেম্বর। নৈহাটি রেলওয়ে ময়দানে নৈহাটি উৎসব। সকাল ১০টায় বিনা ব্যয়ে স্বাস্থ্যশিবির। বিকেল ৫টায় রবীন্দ্র নৃত্য।
পরিবেশনায় নৃত্য পদম, নৃত্যাঞ্জলি ডান্স অ্যাকাডেমি ও নৃত্যাঙ্গন রবীন্দ্রসঙ্গীত।

দাপিয়ে বেড়াচ্ছে ঠান্ডা। তারই মোকাবিলার চেষ্টা বসিরহাটে। নিজস্ব চিত্র।

বেলা শেষের ফেরা। দিলীপ নস্করের তোলা ছবি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement