আলাকুলিয়ার সবজি বাগান থেকে আবার তাজা বোমা উদ্ধার করল কাশিপুর থানার পুলিশ। নিজস্ব চিত্র।
পঞ্চায়েত নির্বাচনের আগে বোমা কারখানার হদিস মেলায় সম্প্রতি উত্তেজনা ছড়িয়েছিল ভাঙড়ে। তার রেশ কাটতে না কাটেই শনিবার আলাকুলিয়ার সবজি বাগান থেকে আবার চারটি তাজা বোমা উদ্ধার করল কাশিপুর থানার পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, একটি বোমা ভর্তি ব্যাগ স্থানীয়দের নজরে আসে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে বোমাগুলি উদ্ধার করে নিয়ে গিয়েছে। আশপাশে কোথাও বোমা পড়ে রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তল্লাশিও চালানো হয়। তবে আর কোথাও বোমা মেলেনি বলেই পুলিশ সূত্রে খবর।
ইতিমধ্যেই একটি মামলা রুজু করে তদন্ত শুরু করেছে কাশিপুর থানার পুলিশ। কারা এই বোমাগুলি সেখানে রেখে গিয়েছে, তার খোঁজ শুরু হয়েছে। শনিবার সাংবাদিক বৈঠকে এই প্রসঙ্গে বারুইপুর পুলিশ জেলার সুপার মিস পুষ্পা বলেন, ‘‘পুলিশ সতর্ক রয়েছে। কোনও খবর এলে পুলিশ ব্যবস্থা নেয়।’’