Dead body recovered

গঙ্গাসাগরে যুবকের দেহ উদ্ধার, চাঞ্চল্য

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে স্থানীয় মৎস্যজীবীরা নদীতে মাছ ধরতে যাওয়ার সময় ওই যুবককে নদীতে ভাসতে দেখেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২৩ ১৬:৩০
Share:

প্রতীকী ছবি।

সাতসকালে এক যুবকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল দক্ষিণ চব্বিশ পরগনায়। সোমবার সকালে গঙ্গাসাগরের তপবন এলাকায় দেহ উদ্ধার হয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে আসে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, মৃত যুবক গঙ্গাসাগরের রাজপুরের বাসিন্দা।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে স্থানীয় মৎস্যজীবীরা নদীতে মাছ ধরতে যাওয়ার সময় ওই যুবককে নদীতে ভাসতে দেখেন। মৎস্যজীবীরা মৃতদেহটি দেখতে পাওয়ার সঙ্গে সঙ্গেই সাগর থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। মৃত যুবকের নাম মানস পাত্র। তবে কী কারণে মৃত্যু, তা এখনও পর্যন্ত জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে সাগর থানার পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement