BJP Worker Arrested

বধূকে ধর্ষণের অভিযোগে হাবড়ায় গ্রেফতার বিজেপি কর্মী, শাসক এবং বিরোধীর তরজা শুরু

অভিযুক্ত এবং ‘নির্যাতিতা’, দু’জনের বাড়ি হাবড়া থানা এলাকায়। গত ১১ মার্চ মধ্যরাতে বধূ শৌচাগারে যাওয়ার জন্য বাড়ির বাইরে যান। অভিযোগ, সেই সময় তাঁকে টেনেহিঁচড়ে নিয়ে গিয়ে ধর্ষণ করেন এক প্রতিবেশী যুবক।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ মার্চ ২০২৫ ১৬:৫৬
Share:

এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। —প্রতিনিধিত্বমূলক ছবি।

‘কুপ্রস্তাবে’ সাড়া না-দেওয়ায় এক বধূকে ধর্ষণের অভিযোগ উঠল বিজেপির এক কর্মীর বিরুদ্ধে। ঘটনাস্থল উত্তর ২৪ পরগনার হাবড়া থানা এলাকা। ‘নির্যাতিতা’র অভিযোর ভিত্তিতে অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনা নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে এলাকায়।

Advertisement

পুলিশ সূত্রের খবর, অভিযুক্ত এবং ‘নির্যাতিতা’, দু’জনের বাড়ি হাবড়া থানা এলাকায়। গত ১১ মার্চ মধ্যরাতে বধূ শৌচাগারে যাওয়ার জন্য বাড়ির বাইরে যান। অভিযোগ, সেই সময় তাঁকে টেনে-হিঁচড়ে নিয়ে গিয়ে ধর্ষণ করেন এক প্রতিবেশী যুবক।

বধূর পরিবারের তরফে জানানো হয়েছে, দীর্ঘ দিন ধরে কুপ্রস্তাব দিচ্ছিলেন অভিযুক্ত। বার বার বধূকে বিরক্ত করতেন তিনি। তার পর ১১ মার্চ রাতের ওই ঘটনা। রবিবার ‘নির্যাতিতা’ থানায় লিখিত অভিযোগ করেন। তার ভিত্তিতে গ্রেফতার হন অভিযুক্ত বিজেপি কর্মী। সোমবার ধৃতকে বারাসাত আদালতে হাজির করিয়েছে পুলিশ। পাশাপাশি, ‘নির্যাতিতা’র গোপন জবানবন্দির জন্য আদালতে নিয়ে যাওয়া হয় তাঁরে।

Advertisement

বিজেপি কর্মী ধর্ষণের অভিযোগে গ্রেফতার হওয়ার প্রেক্ষিতে পদ্মশিবিরকে নিশানা করেছে তৃণমূল। হাবড়া পুরসভার চেয়ারম্যান নারায়ণ সাহা বলেন, ‘‘শুনেছি, হাবড়া থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত বিজেপি কর্মী গ্রেফতার হয়েছেন। আইন আইনের পথে চলবে।’’ তার পরেই তিনি কটাক্ষ করে বলেন, ‘‘এই তো বিজেপির সংস্কৃতি।’’ পাল্টা বিজেপি নেতা বিপ্লব হালদারের বক্তব্য, ‘‘যদি অভিযুক্ত দোষী হন, আইন অনুযায়ী শাস্তি হবে। সঠিক তদন্ত হোক। এমন ঘটনা যে-ই ঘটান, তাঁর শাস্তি হোক। তবে তদন্তপ্রক্রিয়া যেন নিরপেক্ষ হয়।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement